ঝগড়াটে মেঘের দিনে
১৩ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪১
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
সকালে মেঘের কড়কড় শোনেননি এমন কে আছেন? দুদিন ধরে আকাশে মেঘ করার পরে আজকে মেঘগুলো সব ক্ষেপে উঠেছে। এই চিত্র কিন্তু শুধু ঢাকার নয়। সারা দেশজুড়েই আজ মেঘের মল্লা যুদ্ধের প্রস্তুতি।
আবহাওয়ার অফিস থেকে আজ বিকাল চারটা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এই সব নয় কিন্তু। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আগামী তিনদিন পর্যন্ত এমন বৃষ্টি থাকবে। কোনো থামাথামির লক্ষণ নেই, কারণ মৌসুমি বায়ু যে খুব সক্রিয়!
কাজেই যারা বর্ষা নেই তাই ছাতা গুটাই-উঠাই সেরে ফেলেছেন আবার ছাতা নামান। এখনও তো তাকে ‘ছাতা অন স্পেশাল ডিউটি’ তে যেতে হবে।
বৃষ্টি বলে কিন্তু গরম খুব কম না। আজকের সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাস হচ্ছে, ৩২ ডিগ্রি সেলসিয়াস। কোনোভাবে যদি বৃষ্টি নিরিবিচ্ছন্ন ভাবে না পড়ে তাহলে এটা নিশ্চিত থাকুন যে আজ খুব গুমোট দিবে। আকাশে আজ ৯০ শতাংশের উপরে মেঘ আছে আর বাতাসের আর্দ্রতাও ৮০ শতাংশের কম না।
তাহলে আর কী, আজকের দিনটা যেমন তেমন পাড় করে চমৎকার বৃষ্টিস্নাত ছুটির দিন পাড় করার প্রস্তুতি নিন। তবে চমৎকার বিষয়টাও খুব আপেক্ষিক জানেন তো? এই বৃষ্টি অনেকের জন্য ভীষণ কষ্টের কারণ হবে। তাই যখন বৃষ্টিতে আয়েস-আরাম করবেন, তখন তাদের জন্যেও কিছু করার কথা মাথায় রাখার চেষ্টা করবেন।
নিরাপদে কাটুক দুর্যোগপ্রবণ দিনটি।
সারাবাংলা/এমএ