চঞ্চলা মেঘ
১০ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ১০:১০
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
সকালে উঠেই আজকে আকাশে মেঘে ভরপুর। মেঘগুলো ঠিক কালো গাইয়ের মতো দেখতে। দেখেই বলা যাচ্ছে অনেক বৃষ্টির পানি তার শরীর জুড়ে। এখন প্রশ্ন হচ্ছে বৃষ্টি কি আসবে নাকি আসবে না!
আবহাওয়ার বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, লঘু চাপটা মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তার একটা অংশ বর্ধিত হয়ে বঙ্গোপসাগরেও পড়েছে কিন্তু মৌসুমি বায়ুটা আবার বঙ্গোপসাগরে খুব বেশি সক্রিয় না। সব মিলিয়ে বলা যায় বৃষ্টি হতেও পারে আবার নাও পারে তবে রংপুর জেলায় মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে।
ঢাকায় কাল বৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু একদমই বৃষ্টি হয়নি। কয়েক জায়গায় দুই এক ফটা গোলাপজল ছিটানোর মতো পানি এসেছে বটে কিন্তু তাকে তো আর বৃষ্টি বলা চলে না।
আজকেও জোর সম্ভাবনা যে বৃষ্টি হবে। নাহলে কি আর মেঘগুলো অমন ফুঁলেফেঁপে উঠে? ঢাকায় দুপুর নাগাদ একটা বৃষ্টি নামতেই পারে। কিন্তু যতক্ষণ না নামে কালো মেঘদের চলাচলে একটা ধুপছায়া পরিবেশ চারদিকে লেগে থাকবে।
আজ সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত হবে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মতো। বেশ একটা হাঁসফাঁসে অবস্থা। কিন্তু কী আর করা, দিন তো পার করতেই হবে।
ধরণীতে নেমে আসুক প্রশান্তির বৃষ্টি, শুভ হোক দিনটি।
সারাবাংলা/এমএ