Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্দ্র-উষ্ণ দিন


৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:২৭ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৫

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

শরতের আকাশ এ বছর যত নীল ততই ধূসর। এই তো আজকেই যেমন সকাল থেকে আকাশে নানান বর্ণের মেঘ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজকে আকাশে অনেক অনেক মেঘ থাকবে। এরা কেউই কিন্তু দেখানোর মেঘ না। সবার মনে এক ইচ্ছা সুযোগ পেলেই ঝরে মাটিতে নেমে আসবে।

আজ দুইবার বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। একবার দিনের শুরুতেই নামবে যখন সবাই অফিস যাওয়ার জন্য তৈরি হবে। আবার দুপুর নাগাদ নামবে বৃষ্টি।

এই পূর্বাভাসেও যদি সতর্ক না হন তাহলে গাণিতিক হিসেবেই বলি, আকাশে আজ ৮০ থেকে ৯০ শতাংশ মেঘ থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতাও ৭০ শতাংশের বেশি থাকছে তাই বৃষ্টি যদি নাও হয় ঘামে ভিজতে হবে এই নিশ্চয়তা দেয়াই যায়।

আজ সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি যদি না নামে গরমটা কেমন লাগে তা বুঝতেই পারছেন।

তো সপ্তাহের শুরু আজ, হেইয়ো বলে শুরু করে দিন। পাহাড়সম সপ্তাহটা পার তো হতে হবে!

শুভ যাক আজ সারাদিন।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর