মেঘ ভেঙ্গে জ্বলে উঠার দিন
৫ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৪
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
আকাশটা দুদিন ধরে কেমন ভারি ভারি তাই না? ইশ, মেঘের তলায় পড়ে সবার সাধের শরতের আকাশটাই তো উধাও হয়ে গেল।
আজকের আবহাওয়ার পূর্বাভাস হচ্ছে, খুব হয়েছে এসব মেঘ ঝড় বৃষ্টি, আজকে আকাশ পরিষ্কার হওয়ার দিন। তো বঙ্গোপসাগরে যে সক্রিয় মৌসুমি বায়ু আছে তার আজ বৃষ্টি আনতে চেষ্টা কোনো কাজ আসবে না। তবে তারও একটা কাজ আছে…
আজকে সারাদেশের তাপমাত্রা কম বেশি ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে। তবে মেঘ কাটতে অনেক সময় লাগবে ওদিকে আর্দ্রতাও বেশ বেশি। গরম গায়ে প্রায় ৩৯ ডিগ্রির মতো অনুভূত হবে।
আর সেই যে মৌসুমী বায়ু সে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি লঘু চাপ তৈরির পাঁয়তারা করছে।
যাইহোক, আজ মেঘ কেটে যাবে এটাই বড় কথা। মেঘ কেটে যাওয়ায় একটা সুন্দর বার্তা আমরা পাই। সেটা কী জানেন? জীবনে সব কিছু পাওয়া যায়। শুধু ধৈর্য ধরে সেটাকে আসার সময় দিতে হয়।
সারাবাংলা/এমএ