Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘের দিনে


২ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৩

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

আবহাওয়ার পূর্বাভাসে আজ সুন্দর একটা কথা বলা হয়েছে আজ নাকি আকাশ জুড়ে intermittent clouds থাকবে। এই মেঘ আবার কী মেঘ এই প্রশ্ন নিয়ে হাজির হলাম গুগল মামার দরবারে। তো তিনি বললেন,

হুম, এর মানে হচ্ছে সবিরত মেঘ। এখন অবিরত শব্দের সঙ্গে আমরা পরিচিত। সবিরত হলো স প্রত্যয় যোগে বিরত হলে এর অর্থ অবশ্যই অস্থিবাচক, মানে আকাশে মেঘ থাকবে এবং মেঘ হবে খণ্ড খণ্ড। তারচেয়েও বড় কথা বৃষ্টি হওয়ার আগে বা তুষারপাতের আগে এই মেঘ আসে। এখন বাংলাদেশে আর আমরা তুষার পাত কই পাবো, বৃষ্টির সম্ভাবনাকেই মনে ধরে রাখি।

তবে আবহাওয়ার পূর্বাভাসে খুলেই বলা হয়েছে, আজ সারাদিন বৃষ্টি হবে। যদি না হয় তাও রোদের তাপ বাঁধা পড়ার কারণে আকাশ বেশ মেঘলা মেঘলা, বেশ আরামদায়ক একটা দিনের সম্ভাবনাই দেখা যাচ্ছে। হুম, সপ্তাহের শুরুর দিন যদি ছুটিটা এত আরামদায়ক হয় তাহলে বিষয়টা শুভ বৈ কী?

সারাদিনে আজ তাপমাত্রা ৩১ ডিগ্রির বেশি বাড়ছে না। মানে গত কয়েকদিনের চেয়ে একদম দুই ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা। তবে একটা ছোট্ট সমস্যা আছে। তা হচ্ছে, বিকাল চারটা নাগাদ একটা বজ্রঝড় হতে পারে।

তো কোনো রকম ঝড় কুলিয়ে উঠলে আজকের দিনটি বেজায় অনুকূলে। এমন দিনে সব শুভ যাবে এ আর বলার কী আছে? যদি নাও যায়। অশুভর সঙ্গে যুদ্ধে রসদ তো তৈরিই আছে। আজকে আমরা সে সবকে দেখিয়ে দিবো, ভালো দিন কাটানো কাকে বলে!

আনন্দময় হোক দিনটি!

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

ভ্যাট: বাজারে নতুন আরেক আতঙ্ক
১২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

দেশে এইচএমপিভি শনাক্ত
১২ জানুয়ারি ২০২৫ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর