Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন এলো না, জানি না


২৯ আগস্ট ২০১৮ ১০:২২ | আপডেট: ২৯ আগস্ট ২০১৮ ১১:৩৪

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

কিশোর কুমার জানেন তো ভারি বুদ্ধিমান ছিলেন, আজকের দিনের কথা ভাবেই তার সেই গানটা গাওয়া, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না!

আমাদের শহরেও এমন বিষয়। আরে বাবা বৃষ্টি আসবি না না আয়, মেঘ সর, নীল আকাশ দেখি পেঁজা মেঘ দেখি, নাহ কোনো কিছু নাই, রাগী হেড মাস্টারের মতো নিজেও গোমড়া করে বসে আছে সবাইকেও ব্যতিব্যাস্ত করে রেখেছে।

আজকেও সেই একই লঘু চাপ, মৌসুমি বায়ু, তিন নম্বর সতর্কতার প্যারা। তো এর মধ্যে সব বাদ দিয়ে সারাদিনে মেঘ কমে যাবে। বৃষ্টি কথাও বলা হচ্ছে, আমাদের তো ইচ্ছেই তাকে বেইল না দেয়ার কিন্তু না বেইল দিতে হবে কে জানে কখন আবার পানি ঢেলে সব পণ্ড করে দেয়।

এই আবহাওয়া যদি ভালো না লাগে, বৃষ্টির জন্য খুব মন আকুপাকু করে তাহলে সেই প্রাচীন নিয়মে ছাতা ছাড়া বের হন, বৃষ্টি নামবেই।

তবে আবহাওয়ার পূর্বাভাস দেখে এতটা বলা যায় গরম বেশ লাগবে কারণ আর্দ্রতা অনেক বেশি আছে।

যাক কী আর করা দিন তো পার করা দিয়ে কথা, করেই ফেলি। বাকি যা হবে দেখা যাবে।

শুভ যাক সারাটা দিন।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিয়ে করেছেন সংগীতশিল্পী পড়শী
১২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

আরো

সম্পর্কিত খবর