Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারি বাতাসের গুমট দিন


২৬ আগস্ট ২০১৮ ১০:০৫

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

কতদিন ধরে বৃষ্টি হবে হবে করছে কিন্তু বৃষ্টির চেহারা দেখা বাদ, হাত পাও কেউ দেখতে পাচ্ছে না। শুধু নেত্রকোণায় গতকাল ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাকি সবখানে খাঁখাঁ মরুভূমি।

ঘটনা হচ্ছে বঙ্গোপসাগরে একটা লঘু চাপ তৈরি হয়েছে। তো হবে না? কে না জানে অনেক কষ্ট জমে গেলে বড় করে তার বহিঃপ্রকাশ হয়। হুম তো এত দিন বৃষ্টি না হওয়ার একটা তো ফলাফল তো থাকবেই।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আজ বৃষ্টি হবে। সে এই লঘু চাপেরই প্রভাব। আকাশে মেঘ জড়ো হচ্ছে। সব মিলিয়ে বাতাস খুব ভারি আর্দ্র বাতাসে গরম সারাদিনই খুব বেশি লাগবে এই কম করে হলেও মেরে কেটে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গরম পড়বে, ওদিকে আকাশের মেঘ যে খুব বেশি তা নয় তবে প্রায় ৬০ শতাংশ থেকে বাড়তে বাড়তে রাত নাগাত ৮০ শতাংশে পৌঁছাবে বৃষ্টিটাও তখনই নামতে পারে।

তো বৃষ্টি না আসা পর্যন্ত গুমট সয়ে যেতে হবে। শুধু আশা হারানো যাবে না। গুমট যখন হয়েছে, আকাশ তেড়েফুঁড়ে বৃষ্টি নামবেই। ততক্ষণ না হয় শরৎকালের আকাশটা উপভোগ করা যাক।

শুভ যাক সারাটা দিন।

সারাবাংলা/এম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর