Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালের ক্যালেন্ডার ২৩ আগস্ট


২৩ আগস্ট ২০১৮ ০৮:২৮

।। বিচিত্রা ডেস্ক।।

আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।

বিজ্ঞাপন

মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব। সেই আদিম যুগ থেকে প্রাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, আজ থেকে প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-

জন্মদিন

১৭৪০ – রুশ সম্রাট ষষ্ঠ আইভান।
১৭৭০ – দার্শনিক হেগেল।
১৭৭৩ – জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইস।
১৮৯৮- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক।
১৯২৩ – এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
১৯৭৮ – কোবি ব্রায়ান্ট, একজন প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
১৯৯৭ – প্রত্যয় খান, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।

বিজ্ঞাপন

মৃত্যুদিন

১৮০৬ – চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী।
১৯৭৫ – অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক।
১৯৮৭ – সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক।

উল্লেখযোগ্য ঘটনা
১৬১৭- লন্ডনে প্রথম ওয়ানওয়ে চালু হয়।
১৮২১- মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।
১৮৩৯- ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে।
১৯১৪- জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৬২- বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর