সাইকেল চালালেন সোনিয়া গান্ধী!
২৯ ডিসেম্বর ২০১৭ ১৭:২৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ১৭:২৬
সারাবাংলা ডেস্ক
সম্প্রতি সোনিয়া গান্ধী কংগ্রেসের ভার তুলে দিয়েছেন পুত্র রাহুলের কাঁধে৷ দায়িত্ব থেকে অবসর নিয়ে ছুটি কাটাতে বর্তমানে গোয়ায় অবস্থান করছেন তিনি৷
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গোয়ার উদ্দেশ্যে রওনা দেন। বর্তমানে তিনি দক্ষিণ গোয়ার লীলা হোটেলে অবস্থান করছেন।
তার একটি ছবি বলিউড অভিনেতা হৃতেশ দেশমুখ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন। ছবিতে দেখা যায়, সোনিয়া গান্ধী সাইকেল চালাচ্ছেন৷ কেউ ছবি তুলতে চাইলে ফুরফুরে মেজাজে পোজ দিচ্ছেন৷
৭১ বছর বয়সী এই কংগ্রেস নেত্রী ১৯ বছর দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৬ ডিসেম্বর জাতীয় কংগ্রেসের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পুত্র রাহুলের হাতে তুলে দেন সোনিয়া৷ রাজনীতি থেকে খানিকটা অবসর নিয়ে একান্তে সময় কাটাতে হয়তো তার এই গোয়া ভ্রমণ৷ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পুনরায় রাজনীতিতে ফেরার কথা তার৷
সারাবাংলা/এমএইচটি/আইজেকে