Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালের ক্যালেন্ডার ১৩ আগস্ট


১৩ আগস্ট ২০১৮ ০৮:২৫

।। বিচিত্রা ডেস্ক ।।

আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।
মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব। সেই আদিম যুগ থেকে প্রাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, আজ থেকে প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।

বিজ্ঞাপন

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-

জন্মদিন

১৮৯৯ সালে অ্যাংলো-মার্কিন চলচ্চিত্র পরিচালক আলফ্রেড হিচককের জন্ম।

১৯১২ সালে নোবেলজয়ী [১৯৬৯] ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়ার জন্ম।

১৯২৬ সালে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জন্ম।

১৯৪৬ সালে ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলসের জন্ম।

বিজ্ঞাপন

 

মৃত্যুদিন

২০১১ : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারেক মাসুদ ও মিশুক মুনির

 

উল্লেখযোগ্য ঘটনা

১৯২৩ সালে মোস্তাফা কামার পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬১ সালে পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।

১৯৬৪ সালে ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদ- কার্যকর করা হয়।

১৯৬০ সালে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে।

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর