Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালের ক্যালেন্ডার  ১০ আগস্ট


১০ আগস্ট ২০১৮ ১০:৩১

।। বিচিত্রা ডেস্ক ।।

আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’।  ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।

বিজ্ঞাপন

মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব।  সেই আদিম যুগ থেকে প্রাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, আজ থেকে প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই।  দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-

জন্মদিন

১৭৪০ – ইংরেজ সঙ্গীত স্রষ্টা স্যামুয়েল আর্নল্ড।

১৮৬০ – ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ বিষ্ণু নারায়ণ।

১৮৭৪ – আমেরিকার ৩১তম প্রেসিডেন্ট হারবার্ট হুবা।

১৯০২ – নোবেল জয়ী (১৯৪৮) সুইডিশ রসায়নবিদ আর্নে তিসেলিউস।

১৯১৩ – পদার্থবিদ্যায় নোবেলজয়ী [১৯৮৯] জার্মান বিজ্ঞানী ভোলফ্গাঙ্গ পল।

বিজ্ঞাপন

১৯১৭ – ব্রাজিলীয় কথাসাহিত্যিক হোর্হে অ্যামাদোর।

১৯২৩ – এস এম সুলতান, বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী।

মৃত্যুদিন

১৯৮০ – ইয়াহিয়া খান, পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।

 

উল্লেখযোগ্য ঘটনা

১৬৭৫ – রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।

১৮২১ – মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।

১৯১১ – ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।

১৯১৩ – বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।

১৯১৪ – অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।

১৯২০ – প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানিয় সাম্রাজ্যের সাথে মিত্র পক্ষের একটি ঐতিহাসিক সেভ্র্‌ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৭ – চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ঐ দেশ দু’টির মধ্যে যুদ্ধ চলে ।

১৯৪৫ – দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

২০০৭ – বাংলাদেশের আকাশ থেকে বিশাল আকৃতির একটি বরফ খণ্ড পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের পাশের একটি বাড়ির ক্ষয়ক্ষতি হয়।

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর