দিনটা তেমনই যায়, যেমন কেউ চায়
১০ আগস্ট ২০১৮ ১০:১৯
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
লঘুচাপ, নিম্নচাপ, মৌসুমী বায়ু কারও দোহাই দিয়ে বৃষ্টিকে এদিকে আনা যাচ্ছে না, ওদিকে গরম তো হু হু করে বাড়ছে। গত সপ্তাহের এই দিনে আমরা বৃষ্টিতে হুটোপুটি খেয়ে খিচুড়ী খেয়েছি, আর আজ আমরা বসে ভাবছি এত গরমে শরবত ছাড়া আর কী খাওয়া যায়!
আবহাওয়ার বার্তা কিন্তু বলছে ঝড় বৃষ্টি দুইই আজ হতে পারে। যেন বলল আর আমরা বিশ্বাস করে বসে রইলাম, বৃষ্টি হলে হলো, না হলে নাই। তাই বলে কী শুক্রবার দিন বৃথা যেতে দেওয়া যাবে নাকি?
তো আজকের কড়া রোদে, মাঝারি আর্দ্রতা আর পেঁজা মেঘের দিনে তাপমাত্রা যদি ৩৩ ডিগ্রি পর্যন্ত উঠে যায়, গরমে জীবন কাহিল হয়ে যায়, ঘামে অস্থির লাগে, আমরা টুক করে একটা শাওয়ার নিয়ে সেই কাজেই ডুবে যাবো যা আমাদের আনন্দ দেয়।
দিন শেষে বুঝতে পারবেন দিনটা তেমনই যেমন কেউ নিজে চায়।
শুভ যাক দিনটি।
সারাবাংলা/এমএ