বৃষ্টির ধ্বনি
৯ আগস্ট ২০১৮ ১০:২৪
।। মাকসুদা আজীজ, অসিস্ট্যান্ট এডিটর।।
ঐ যে একটা লঘু ছিল না আমাদের অংশের বঙ্গোপসাগরে, সেটা এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এখন নিম্নচাপ হলে সেটা কি আর বৃষ্টি না হয়ে বসে থাকবে।
তো কদিন ধরে আমরা যেহেতু ঝকঝক নীল আকাশ আর সাদা মেঘে একটু বোর হয়ে গেছি। এদিকে রোদও বেড়ে গরম বাড়িয়ে দিয়েছে, তাদের জন্য সুখবর, বৃষ্টি আবার আসছে। ওদিকে যারা বৃষ্টিকে একদম পছন্দ করেন, বৃষ্টি শুনলে কাঁদার ভয়ে মুখ কুঁচকান তাদের জন্য তো দুঃসংবাদই বটে।
আজ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হতে পারে। আবহাওয়ার খবর অন্তত সেই বার্তাই দিচ্ছে। মেঘ আজ একদম আদরে বাঁদরে মানুষ হওয়া বাচ্চাদের মতো আচরণ করবে। এই আছে ঐ নেই। তো সে আছে তো আকাশে ছায়া আছে, নেই তো সূর্যের অতিবেগুনী রশ্মি এমন বাড়া বাড়বে তা আর বলতে নেই, ইনডেক্সে ১২তে উঠে বসে থাকবে।
মেঘের এইসব কনফিউজিং আচরণে সূর্য কিন্তু ঠিকই তাপমাত্রা বাড়িয়ে দিবে। কাগজে বলছে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি তাপমাত্রা, বললেই হলো গরম মোটেই এত কম লাগবে না।
বৃষ্টি আজকে কোনো ফিক্স টাইম বলেনি ঠিক কখন আসবে। বুঝতেই পারছেন, শ্রাবণ মাস, তারই সময়। যখন খুশি চলেই আসবে। আজ না আসলেও কাল আসবে। নিম্নচাপ তো আর বৃথা যাবে না।
গরম যেহেতু অনেকই লাগবে এটা শুরুতেই বোঝা যাচ্ছে। বেশি পানি, পানীয় খেতে থাকেন। আর ছাতা সে তো রোদ বৃষ্টি সবটাতেই লাগবে। সাথেই থাকুক, কাজে আসবে।
শুভ কাটুক দিনটি।
সারাবাংলা/এমএ