উপকূলে ঝড়ো হাওয়া, ৩ নম্বর সংকেত
৮ আগস্ট ২০১৮ ১২:২৯
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের উড়িষ্যা উপকূলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাত নাগাদ ভারতের বালেশ্বরের নিকট দিয়ে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছে।
এটা এখন উত্তর উড়িষ্যা ও এর আশপাশের এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আরও উত্তরপশ্চিম দিকে স্থলভাগে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলেই আবহাওয়াবিদদের ধারণা।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য একটু বেশিই আছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই কক্সবাজারসহ চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে চলাচল না করতেও বলা হয়েছে।
শ্রাবণ মাসে এসে এই ঝড় বাদল কেমন লাগবে বলা মুশকিল তবে এই গতকাল বৃষ্টি ফাঁকি দেওয়ায় আজ তাপমাত্রা বেড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গরম তো গরম এর উপরে মেঘ ৯৯ শতাংশ। তবে আকাশে না তাকিয়েই বলা যাচ্ছে মেঘের রং কালো না। মেঘ যদি কালো হতো তার আলো এত বেশি হতো না। তবে টুকরো টুকরো কালো মেঘের ছায়া তো চলাচল করছেই। তাই যদি হয় তবে এই যে আবহাওয়া অফিস থেকে বলছে আজ বৃষ্টি হবে এই সম্ভাবনা একদম ফেলে দেওয়া যাচ্ছে না। বৃষ্টি তো হয়ে যেতেই পারে।
তাহলে আর কী উপকূলে ঝড়ো হাওয়া আর বাকি সবখানে বৃষ্টি। কাণ্ডারি হুঁশিয়ার। কাটাতে হবে আজকের এই দিন।
সারাবাংলা/এমএ/এসএমএন