Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারণ অস্বাভাবিকতাই সবচেয়ে স্বাভাবিক ঘটনা


৭ আগস্ট ২০১৮ ০৯:১৮

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

সকালে উঠে রোদ দেখে অনেকেই খুশি হয়ে গেছেন। ভাবছেন যাক বাবা গেলো মেঘ, এইবার সূর্য দেখাবে খেলা। এরপর খুশি মনে বাইরে বের হওয়ার জন্য বের হওয়ার জন্য রওনা হতে যাচ্ছেন। দাঁড়ান! ছাতা ব্যাগে সঙ্গে নিন। আজকে এটার খুব প্রয়োজন হবে।

২৩ শ্রাবণে এসে আমাদের এই রোদের তেষ্টা পেতেই পারে, কতদিন আর বৃষ্টি ভালো লাগে! কিন্তু না। আকাশের সাদা শুভ্র মেঘ যে ঘটনা বুঝতে দেয়নি সেটা আমি বলে দিচ্ছি। আজকে বৃষ্টির আজকে জোর সম্ভাবনা আছে। যে কোনো সময় সাদা মেঘ ভোল পালটে কালো হয়ে যাবে আর ঝুম ঝুম বৃষ্টি হবে।

সারাদিনে আজ বৃষ্টির সম্ভাবনা আছে একটি বেলা বাড়লে বা দুপুরের দিকে। কে জানে বিকালেও এক পশলা বৃষ্টি হয়ে যায় কি-না। আকাশে তো ৯৯ শতাংশ মেঘ দেখা যাচ্ছে আর বাতাসের আর্দ্রতাও গড়ে ৭০ শতাংশ থাকবে। তাহলে আর বৃষ্টির বার্তা বলা বাকি থাকলো কই? এখন বললে হবে, আই ডিড নট সিন ইটস কামিং?

মেঘের ফাঁকে ফাঁকে সূর্য অবশ্য ভালোই দেখা দিয়ে যাবে। সর্বোচ্চ তাপমাত্রাও আজ বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াস হবে। হুম গরম আছে কিন্তু! আর ঘামও হবে।

ওহো, সূর্য দেখে ভেবেছিলেন দিনটা ভালো যাবে? আরে কোনো ব্যাপার না দিনটা ভালোই যাবে, শুধু মেনে নিন অস্বাভাবিক ঘটনাটাই জীবনের একটা স্বাভাবিক বিষয়। এইবার নেমে পরুন, দিনটা ভালোই যাবে।

শুভ সকাল!

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর