Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালের ক্যালেন্ডার ৭ আগস্ট


৭ আগস্ট ২০১৮ ০৮:২৮ | আপডেট: ৭ আগস্ট ২০১৮ ০৮:৩৭

।।বিচিত্রা ডেস্ক।

আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।
মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব। সেই আদিম যুগ থেকে প্রাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, আজ থেকে প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।

বিজ্ঞাপন

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-

জন্মদিন
১৮৬৮ – প্রমথ চৌধুরী, বাংলা ভাষার সাহিত্যিক।
১৮৭১ – অবনীন্দ্রনাথ ঠাকুর, খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী এবং লেখক।
১৯০৪ – নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন কূটনীতিক রালফ বুঁচ।

মৃত্যুদিন
১৮১৩ – আধুনিক বাংলা গদ্যের প্রথম লেখক রামরাম বসু।
১৯২১ – রুশ কবি আলোকসান্দর ব্লক।
১৯৩৮ – খ্যাতনামা রুশ লেখক ও থিয়েটার পরিচালক কনস্ট্যান্টিন স্টেনলেভোস্কি।
১৯৭৫ – কবি সুফি মোতাহার হোসেন

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য ঘটনা
১৭৮৩ – বাংলা অভিধান প্রণেতা পিটস হেনরি ফরস্টার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হয়ে কলকাতায় পদার্পণ করেন।
১৮২৯ – দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
১৯০৬ – কলকাতার পার্শি বাগানে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়।
১৯১৩ – ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
১৯১৪ – ব্রিটেনে এক ডলার ও দশ শিলিংয়ের নোট চালু।
১৯৪০ – অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে।
১৯৬০ – আফ্রিকার দেশ আইভরি কোস্ট স্বাধীনতা লাভ করে।
১৯৭৬ – মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করে ভাইকিং-২।
১৯৮২ – লেবাননের রাজধানী বৈরুত থেকে পি.এল.ও. বাহিনী সরিয়ে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র, লেবানন ও পি.এল.ওর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৮ – তানজানিয়ার রাজধানী দারুস সালামে এবং কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত মার্কিন দুতাবাসে বোমা হামলা চালানো হয়।
২০০৮ – জর্জিয়া দক্ষিণ ওশেতিয়ায় সেনাবাহিনীকে অভিযানে নামায় কথিত রাশিয়ার দখলদারির বিরুদ্ধে। ফলে রাশিয়ার সঙ্গে সংক্ষিপ্ত দক্ষিণ ওশেতিয়া যুদ্ধ শুরু হয়।

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর