Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিপাট বৃষ্টির দিন


৫ আগস্ট ২০১৮ ১০:২৭ | আপডেট: ৫ আগস্ট ২০১৮ ১০:২৯

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

শ্রাবণের ২১ তারিখ। শ্রাবণ মন দিয়ে নিজের কাজ করে যাচ্ছে। প্রতিদিনের মতো আজও বৃষ্টি মুখর থাকবে দিনটি। আকাশ জুড়ে থাকবে মেঘ। আর মেঘ নীরবে ঝরে যাবে।

সেই যে মৌসুমি বায়ু বাংলাদেশ আর উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় ছিল, সে কিছুতেই বিরাম নেয়নি। একদম পুরো শক্তি দিয়ে মেঘ তৈরি করেই যাচ্ছে, করেই যাচ্ছে। বর্ষার এ বছর শুষ্ক থাকার অপবাদ দেওয়ার সুযোগ আসবেই না। বরং শ্রাবণের পরেও বৃষ্টি থেকে যায় কি না এটাই এখন চিন্তার বিষয়।

আজকে সারাদিনও বৃষ্টি থাকবে। আকাশ ইতিমধ্যে আলো মেঘের আস্তানা হয়ে গেছে। তারপরেও কাগুজে হিসেব যদি বলতেই হয়, তবে বলি, আকাশে ৯৯ শতাংশ মেঘ আছে। বাতাসের আর্দ্রতাও ৬০ থেকে ৮০ শতাংশের বেশি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। ওদিকে রাতে নেমে ২৬ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।

আকাশে এত মেঘের কারণে আজ একদম রোদ দেখা যাবে না। সূর্যের অতিবেগুনী রশ্মীরও আজ প্রতাপ কম। এই হলো আজকের সারাদিনের অবস্থা।

আজকে বন্ধু দিবস। নতুন বন্ধু বানানোর দিন, পুরো বন্ধুত্বের যত্ন নেয়ার দিন। তাহলে আজকে সারাদিন কাজের ফাঁকে বন্ধুদের একটা খোঁজ নেয়া যায়। অথবা নিছকই একটা ক্ষুদে বার্তা। বন্ধুরা ছিল বলেই না এই পৃথিবীটা এত সুন্দর।

ভালো কাটুক আজকের সারাটা দিন।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর