Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধোঁয়ার বলয় তুলে নিচ্ছে সামুদ্রিক প্রাণী


২৭ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১৯:৫৫

সারাবাংলা ডেস্ক

সম্প্রতি বিজ্ঞানীরা তাসমান সাগরে ধোঁয়ার বলয় অবিষ্কার করেছে। বলয়টি ছোট ছোট সামুদ্রিক প্রাণিকে সমুদ্র থেকে শুষে নিয়ে শূন্যে ছুড়ে ফেলছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাপার একটি স্যাটেলাইটে এ দৃশ্য ধরা পড়ে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিভারপুলের প্রফেসর ক্রিস হিউজ বলেন, আমার মনে হয় সমুদ্রের প্রবল ঘূর্ণিপাক ছোট ছোট সামুদ্রিক প্রাণিগুলোকে প্রচণ্ড চাপে উপরে তুলে ছুড়ে ফেলে।

তিনি জানান, সমুদ্রে অসংখ্য ঘূর্ণি রয়েছে। যেগুলো দশ থেকে শুরু করে দশ হাজার কিলোমিটার পর্যন্ত আয়োতনের হয়ে থাকে। প্রচণ্ড গতিতে চলা এই স্রোত সমুদ্রের ছোট প্রাণীকে ধরে রাখে। পরে স্বাভাবিক সমুদ্র স্রোতের সঙ্গে ধাক্কা খেলে সেগুলো উপরে উঠে যেতে পারে।

ধোঁয়ার বলয় সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছে, সমুদ্র স্রোতের ওপর দিয়ে কয়েকগুণ বেগে বায়ূ প্রবাহিত হওয়ার সময় ছড়িয়ে পড়া পানির কারনে এ ধরণের ধোঁয়ার বলয় সৃষ্টি হয়।

তবে সমুদ্র পৃষ্ঠে ধোঁয়ার বলয়ের অর্ধেক অংশ কাটা পড়ায় দুটি বৃত্তের অর্ধেক অংশকে সমান্তরালভাবে দেখা যায় বলে দুটি বৃত্ত মনে হয়।

সারাবাংলা/এমআই

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর