আলো-আঁধারের দিন
১ আগস্ট ২০১৮ ০৯:৩৭ | আপডেট: ১ আগস্ট ২০১৮ ০৯:৩৮
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
শ্রাবণের দিন যতই এগুচ্ছে রোদ বৃষ্টির টেস্টম্যাচ ততই জমে উঠেছে। কে যে কাকে কখন ল্যাং মেরে এগিয়া যায় বোঝা বড় দায়।
আজ শ্রাবণের ১৭ তারিখ। সকালে প্রায় সবার ঘুম ভেঙ্গেছে রোদ দেখে, দাঁত মাজার আগেই রোদ হাওয়া। এ তো পুরো মেঘলা আকাশ!
আবহাওয়ার বার্তা বলছে, আকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত মেঘ আছে এবং সারাদিন থাকবে। আর মেঘের রঙ দেখেছেন তো কেমন ঘন কালো? বৃষ্টি না হয়ে উপায় আছে?
তো আজকেও বৃষ্টি হবে। সে কোনো টাইম টেবিলের ধার ধারছে না, ঝুপ করে নেমে যাবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮০ শতাংশের উপরে চলে যাবে। এই সব কিছুর মধ্যে সমস্যা হচ্ছে বেলায় বেলায় সূর্য উঁকি-ঝুঁকি দিবে। ব্যাস, গরম উঠবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর গায়ে লাগবে ৩৭ ডিগ্রির মতো। তার উপরে বাতাসের আর্দ্রতা বেশি ঘাম না হয়ে আর কই যাবে?
আজকের দিনে ছাতা তো সঙ্গে অবশ্যই লাগবে, পানিও লাগবে। সানস্ক্রিন কম মাখলে বা ভুলে গেলে খুব বেশি ক্ষতি নেই। তবে কাদায় নোংরা হলে সহজে পরিষ্কার হয় এমন পোশাক পরতেই হবে নাহলে ছুটির দিন জামা সাফ করতেই কেটে যাবে।
শুভ কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ/এমও