Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষার লম্বা প্রস্তুতির দিনে


২৮ জুলাই ২০১৮ ১০:৫০ | আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১৫:০৮

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

শ্রবণ ধারা ঝরছে তো ঝরছেই। কষ্টের কাজের দিনের পর আজ আবার ছুটির দিনও শেষ হওয়ার পথে। আকাশের দিকে তাকিয়ে ভাবছি কবে শেষে হবে এই বর্ষণ?

আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আকাশে অসহায় চোখে তাকিয়ে ভাবার সময় নেই বৃষ্টি কবে থামবে এই বৃষ্টি আরও তিন থেকে চারদিন ঝরবে। কাল থেকে আবার কাজের দিন। কোমর বেঁধে নামতে হবে বৃষ্টি মোকাবেলায়।

আজ সারাদিন আকাশ সেই কিউমুলোনিম্বাসের চাদর গায়ে জড়িয়ে মুখ হাড়ি করে বসে থাকবে। আকাশে ৯৫ শতাংশের বেশি মেঘ। ভাবা যায়? এত মেঘ আসছে কোথা থেকে বলুন তো? মৌসুমি বায়ুটা বুঝি একটুও বিরাম নিচ্ছে না!

আকাশে মেঘের পাশাপাশি বাতাসের আর্দ্রতাও অনেক বেশি। ব্যাস আর কী? নামাও বৃষ্টি!

বৃষ্টির দিনের সুবিধা অনেক থাকতেই পারে তবে অর্থনীতিতে সেই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির মতো আমাদের কাছে ধীরে ধীরে এর আবেদন কমে এখন, ‘উফফ এই বৃষ্টি যায় না কেন’ তে ঠেকেছে!

তবে বৃষ্টির সুবিধা তাও আছে বৈকি? এই যে আমরা আজকে মনের সুখে সানস্ক্রিন ছাড়া বের হয়ে যাবো এটাও মেঘেরই বর।

আগামী কদিন যেহেতু ভোগান্তিতে কাটবে আজকের দিনটা তাহলে আনন্দে কাটানো যাক!

শুভ হোক আজকের দিনটি।

ছবি : আরাফাত সেতু
সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর