Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘে ঢাকা আকাশ, জলে ঢাকা শহর


২৬ জুলাই ২০১৮ ১০:১৯
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
বৃষ্টি যে এসেছে তো এসেছে। ঝরার আর নাম নেই। নীরবে নিশ্চুপে ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে।  বঙ্গোপসাগরের উপরে মৌসুমি বায়ু মাঝারি ধরণের সক্রিয় আছে। বাংলাদেশের উপর খুব সক্রিয় আছে। তাহলে আর পূর্বাভাসে কী থাকবে বৃষ্টি ছাড়া? এই বৃষ্টিও যেই সেই বৃষ্টি না, ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনার কথাই বলা হচ্ছে।

আজকেও আকাশ ৯০ শতাংশের উপরে মেঘে ঢাকা থাকবে। ঘন কালো কিউমুলোনিম্বাস মেঘ। এটাও বৃষ্টির বার্তাই।  বৃষ্টি হলে বাতাসের আর্দ্রতাও বেশিই থাকবে। তবে একমাত্র সুখের কথা আজকে গরম বেশ কম। মাত্র সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি হলেও গরম কিন্তু থাকছেই। শুধু সূর্যের দেখা পাওয়া একটু দায় হয়ে যাবে। এর জন্য সূর্যের অতিবেগুনী রশ্মিও ইনডেক্সে ৩ এর বেশি হতে পারবে না।
এতসবের মধ্যে সবচেয়ে যন্ত্রণা হচ্ছে বৃষ্টির জলাবদ্ধতা।  গায়ে বৃষ্টি পরে, গা ভিজে শীত করে এই যন্ত্রণা মিটে যায়, কিন্তু জলাবদ্ধতায় চলতে পা নোংরা হয়, শরীর নোংরা হয়। এগুলো নিয়ে চলতে বেশ কষ্ট হয়।
জল-কাদায় দিনটি নিরাপদে কাটুক, এটাই প্রত্যাশা।
ছবি : আরাফাত সেতু
সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর