Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্যোগ ঘন দিন


২৫ জুলাই ২০১৮ ০৯:৫৬

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

শ্রাবণের ঘন বর্ষার আজ টানা তিনদিন। এদিকে মৌসুমি জলবায়ু এখনও বাংলাদেশের উপর ভীষণ সক্রিয়। সারাদিন বৃষ্টি এবং বৃষ্টির সঙ্গে আসা দুর্ভোগে কাটবে আজকের সারাটা দিন।

বৃষ্টির ফলে সিলেট ও চট্টগ্রামের কিছু এলাকায় ভূমি ধসের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হবে বলে জানিয়েছে।

ঢাকায় আজ ৯৯ শতাংশের নিচে মেঘ নামবেই না। এদিকে বাতাসের আর্দ্রতা অনেক অনেক বেশি। একমাত্র স্বস্তি সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি পার হবে না। তবে তাতেই বা কি, আর্দ্রতা যেই বেশি, বৃষ্টিতে কেউ না ভিজলেও ঘামে তো ভিজবেই।

বর্ষার দুর্যোগে দিনটা নিরাপদে কাটুক। সপ্তাহের শেষ দুটো দিন কোনোক্রমে পার করা গেলেই দারুণ বর্ষা যাপন করা যাবে।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর