তারপর বৃষ্টি নামে
২৩ জুলাই ২০১৮ ১৫:১০ | আপডেট: ২৩ জুলাই ২০১৮ ১৫:২১
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
দারুণ রোদে শহর পোড়ে, পোড়ে মাটি, রাস্তা, বাড়ি। ভাবি কখন বৃষ্টি নামবে? শুক্রবার পর্যন্ত এই ছিল নগরবাসীর অবস্থা। বৃহস্পতিবার তো শহরের উষ্ণতম দিন পার করেছে শহর। এরকম গরমের দিন পার করার পরে আকাশ পানে তৃষ্ণার্ত চোখে আমরা যখন বৃষ্টি চাচ্ছিলাম তখন আকাশেও মেঘ জমছিলো খুব।
উত্তর উড়িষ্যা ও তার আশপাশের এলাকায় এলাকায় একটি নিম্নচাপ আছে। এটাই আমাদের আজ সোমবারের (২৩ জুলাই) এই ঝুম বৃষ্টির কারণ। এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম ঝাড়খন্ড এবং তার আশপাশের এলাকায় থানা গেড়েছে আর উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।
এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ নানারকম হচ্ছে। মৌসুমী বায়ুবাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হবে। আজ বেলা বাড়তেই কালো কালো কিউমুলোনিম্বাস মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। ঠিক যখন স্কুলগুলোর ছুটির সময় আকাশ ভেঙে নামে বৃষ্টি। প্রায় আড়াই থেকে ঘণ্টা পর্যন্ত চলা এই বৃষ্টিতে জনজীবন অচল হয়ে পড়ে।
এছাড়াও বৃষ্টির ফলে শহর জুড়ে শুরু হয়েছে জলাবদ্ধতা, এমনকি মগবাজার মহাখালী ফ্লাইওভারের উপরেও জমে থাকতে দেখা যায় পানি। জলাবদ্ধতা ছাড়াও যানজটের ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।
সারাবাংলার সিনিয়ার রিপোর্টার উজ্জল জিসান জানান, সূত্রাপুর থেকে আগারগা বাইকে যেতে সাধারণ দিনে তার আধা ঘণ্টা লাগে আজ লেগেছে প্রায় দুইঘণ্টা। সেখান থেকে মিন্টু রোড পর্যন্ত ফিরতে পোহাতে হয়েছে ভোগান্তি।
শুধু জলাবদ্ধতা নয়, নগরবাসীকে পোহাতে হচ্ছে যানবাহন না পাওয়ার দুর্গতিও। তারপরেও গরমে স্বস্তি এই বৃষ্টি।
সারবাংলা/এমএ/এমও