Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিমালার ছাতি মাথায়


২২ জুলাই ২০১৮ ০৯:১৪

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

ঢাকা: শ্রাবণের নাভিশ্বাস তোলা গরম পেরিয়ে অবশেষে শ্রাবণের ধারা; যেন শান্তির বারি।

আজ শ্রাবণের সপ্তম দিন। সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির ওপরে উঠবে না। তবে এর মধ্যে স্বস্তির কোনো বার্তা নেই; কারণ আকাশে প্রচুর মেঘ। আর সেইসাথে আর্দ্রতাও ৯০ শতাংশের ওপরে। এমন দিনে প্রচুর ঘাম হবে।

গরমে ঘামে নেয়ে ওঠার আগে বাড়ি থেকে অনেক পানি দিয়ে গোসল করতে হবে; তাহলে যদি গরমের মধ্যে খানিকটা আরাম পাওয়া যায় আর কী!

আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে, কয়েকবারে ঝিরিঝিরি বৃষ্টি নামতেই পারে যখন-তখন। বর্ষার বৃষ্টি বলে যাকে। কথা নেই, বার্তা নেই ঝরঝর করে ঝরে যাবে। এমন দিনে ছাতা ছাড়া বের হলে তার মাসুল তো গুনতেই হবে। আগামী কয়েকটা দিন ছাতা না নিয়ে বের হলে এমন মাসুল গোনার জন্য তৈরি থাকতে হবে।

শুভ কাটুক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর