ইতিহাসে আজ : ১৪ জুলাই
১৪ জুলাই ২০১৮ ০৯:২৪ | আপডেট: ১৪ জুলাই ২০১৮ ১০:৩৮
।। বিচিত্রা ডেস্ক।।
আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।
মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব। সেই আদিম যুগ থেকে প্রাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, আজ থেকে প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।
ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-
জন্মদিন
১৭৪৩ – রুশ কবি গ্যাবিব্রলা রোমানোভিচ দারজাভিনের জন্ম।
১৭৫৬ – ইংরেজ কবি টমাস রোলান্ডসনের জন্ম।
১৯০৩ – আমেরিকান লেখক আর্ভিং স্টোন জন্মগ্রহণ করেন।
১৯০৪ – নোবেলজয়ী পোলিশ সাহিত্যিক আইজ্যাক সিঙ্গারের জন্ম।
১৯১৩ – জার্মান রাজনীতিবিদ ফ্রিৎজ আর্থারের জন্ম।
১৯১৩ – জেরাল্ড ফোর্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম রাষ্ট্রপতি এর জন্ম।
১৯১৮ – ইংমার বার্গম্যান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক এর জন্ম।
মৃত্যুদিন
১২২৩ – ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপের মৃত্যু।
১৯০৭ – রসায়নবিদ ও উদ্ভাবক স্যার উইলিয়াম হেনরি পারকিনের মৃত্যু।
১৯১৮ – টর্নেডোর আঘাতে ভূমধ্যসাগরে ডেমনা জাহাজ ডুবে গেলে ৪৪২ জনের মৃত্যু হয়।
১৯৫৪ – নোবেলজয়ী স্পেনীয় নাট্যকার বেনাভেন্তেই মার্তিনেসের মৃত্যু।
১৯৭১ – রসায়নবিদ পুলিনবিহারী সরকারের মৃত্যু।
১৯৮৩ – তেলেগু কবি শ্রীবঙ্গম শ্রীনিবাস রাওর মৃত্যু।
১৯৮৫ – গণিতজ্ঞ, শিৰাব্রতী ও রাজনীতিবিদ দেবপ্রসাদ ঘোষের মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১২২৩ – অষ্টম লুই ফ্রান্সের রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
১৫৫৩ – সম্রাট পঞ্চম চার্লস তিউনিস জয় করেন।
১৬৩৬ – সম্রাট শাহজাহান আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজপ্রতিনিধি নিয়োগ করেন।
১৭৮৯ – বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
১৭৯৯ – সিলেটের আগা মোহাম্মদ রেজা বেগ ‘ফিরিঙ্গি হুকুমত’-এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সম্মুখযুদ্ধে লিপ্ত হন।
১৮৬১ – বিশ্বের প্রথম মেশিনগান তৈরী করা হয়।
১৮৬৭ – আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন।
১৯১৭ – ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা।
১৯২৭ – হাওয়াইতে প্রথম বাণিজ্যিক বিমান চালু হয়।
১৯৩০ – বিবিসি সর্বপ্রথম টেলিনাটক সম্প্রচার করে।
১৯৪২ – কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশবিরোধী ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে।
১৯৪৮ – ইসরায়েল কায়রোতে বোমা হামলা করে।
১৯৫৮ – জেনারেল আব্দুল করিম কাসেমের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইরাকের রাজতান্ত্রিক সরকারের পতন ঘটে এবং প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৬৯ – এল সালভাদরের কাছে একটি ফুটবল ম্যাচে পারাজয়ের পর হন্ডুরাস ও হন্ডুরাসে এল সালাভাদরের অভিবাসী শ্রমিকদের মধ্যে দাঙ্গা বাধে।
১৯৭৩ – জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল গৃহীত।
১৯৮৪ – নিউজিল্যান্ডের নির্বাচনে ডিভিড লদীর নেতৃত্বে লেবার পার্টির জয়।
১৯৯৭ – কে আর নারায়ণ প্রথম অচ্ছুৎ সম্প্রদায় থেকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত।
সারাবাংলা/এসবি