Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিদ দেখিয়ে অতিকায় লম্বা নখ!


১৩ জুলাই ২০১৮ ০৯:৫২ | আপডেট: ১৩ জুলাই ২০১৮ ১৩:৩৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মানুষের অদ্ভুত সব কাজের পিছনেই খুব ছোট কোন গল্প থাকে। ভারতের শ্রীধর চিল্লার (৮২) বয়সে তখন ছোটই ছিলেন বলা যায়। ক্লাসে বন্ধুর সাথে কিছু একটা নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। বিবাদ মেটাতে আসেন তার শিক্ষক। শ্রীধর আর তার বন্ধুর হাতাহাতির মাঝে কোনভাবে শিক্ষকের শখের নখ যায় ভেঙ্গে।

যত্নে গড়া নখ ভেঙ্গে যাওয়ায় শিক্ষক শ্রীধরকে বলেছিলেন, তুমি কখনোই বুঝবে না। নখ বড় করতে আমাকে কত কষ্ট করতে হয়েছে!

শিক্ষকের ওই কথাটা দাগ কেটেছিল শ্রীধরের মনে। সে রাগ থেকে ১৯৫২ সালের পর থেকে, তিনি আর কখনোই নখ কাটেননি। শ্রীধরের বাম হাতের ৫টি নখের মোট দৈর্ঘ্য ২৯ ফুট। ইতোমধ্যেই তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ড এ নাম লিখিয়েছেন।

প্রতিজ্ঞা পূরণ হয়েছে মনে করে শ্রীধর চিল্লার ৬৬ বছর পর এবার নখ কেটেছেন। নিউইয়র্কের রিপ্লিই’স বিলিভ ইট অর নট জাদুঘরে তার নখগুলো রাখ হয়েছে প্রদর্শনীর জন্য।

তিনি বলেন, ‘আমি জানি না উনি (শিক্ষক) এখনো জীবিত আছেন কিনা! তবে আমি ওটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমি তা পালন করেছি।’

শ্রীধর আরও বলেন, ‘আমার নখ কাটার সিদ্ধান্ত সহজ ছিল না। কিন্তু যখন বুঝলাম রিপ্লি নখগুলো সব সময়ের জন্য সংরক্ষণ করবে ও যত্ন নিবে। তখন আমি সিদ্ধান্তে পৌঁছলাম। সিদ্ধান্তটি আমার কাছে সঠিক মনে হচ্ছে।’

শ্রীধর চিল্লারের অতিকায় নখ দেখতে কারও আগ্রহ হলে যেতে পারেন নিউইয়র্কে রিপ্লিই’স বিলিভ ইট অর নট জাদুঘরে।

সারাবংলা/এনএইচ/এএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর