মেঘ ঘন দিনে ঝিরিঝিরি বৃষ্টি
৯ জুলাই ২০১৮ ০৯:৫৮ | আপডেট: ৯ জুলাই ২০১৮ ১৫:২৪
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
আষাঢ় মাস তো শেষের পথে, আজ আষাঢ়ের ২৫ তারিখ। এতদিনে আকাশের মনে পড়েছে, “আরে বর্ষাকাল তো চলে!” তাই আজ সারাটাদিনই মেঘ গোমড়া আকাশ আর থেকে থেকে ঝিরঝির করে নীরবে নামবে বর্ষণ।
আকাশ মেঘে ঢেকে থাকায় আজকে সূর্যের আলো প্রাণ খুলে আমাদের উপর পড়তে পারবে না। তবে খবর এটা না, খবর হচ্ছে সারাদিন প্রায় ৯০ শতাংশের মতো মেঘ আজ সূর্যের অতিবেগুনী রশ্মিকে আটকে দিবে, তাই সারাদিনে অতিবেগুনী রশ্মির ইনডেক্স ৬ থেকে বেশি উঠতে পারবে না। একদম শান্তি!
ওদিকে আকাশে মেঘ আর বৃষ্টির কারণে বাতাসের আর্দ্রতা ৭০ শতাংশ থাকবে। এটা মোটামুটি আরামদায়ক অবস্থা। ঘাম হলেও জবজবে ঘাম হবে না।
যেহেতু সারাদিন বৃষ্টি হবে এবং সুযোগ পেলে বড় বর্ষণ হতে পারে, তাই ধরে রাখা যায় আজ ছাতা ছাড়া দিন কাটবেই না। আর বৃষ্টি পরলে পথঘাট তো একটু কাদা জল থাকবেই। তবে সারাদেশে বন্যা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে। এখন আজকের বর্ষণের পরে আবার কী অবস্থা দাঁড়ায় এটাই চিন্তার বিষয়।
শুভ কাটুক দিনটি।
সারাবাংলা/এমএ