Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালা রোদ আর আর্দ্র দিন


৮ জুলাই ২০১৮ ০৯:৪২ | আপডেট: ৯ জুলাই ২০১৮ ১৫:২৫

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

আষাঢ় মাস প্রায় শেষের পথে। আজকে হলো ২৪ আষাঢ়। পুরো আষাঢ় মাস রোদের দখলেই কাটলো। বৃষ্টি তো এমনভাবে আকাশে ঝুলে রইলো যেন আষাঢ়ে তার আসা মানা। আসলেও ওই আনুষ্ঠানিকতা রক্ষা আর কি।

তাও রক্ষা অল্প সল্প যা বৃষ্টি হচ্ছে তা দিয়ে গরমটা অন্তত সহ্যের মধ্যে আছে। আজকে যেমন সর্বোচ্চ ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলব এইসব ডিগ্রি সেলসিয়াসের হিসেবে পড়েন না। আকাশে মেঘ আছে ৯০-৪৪ শতাংশ পর্যন্ত। মেঘ কম হলে সূর্য পুড়িয়ে কয়লা করে দিবে আর বেশি হলে তো খুব ঘাম হবে।

সূর্যের আজ পরিকল্পনা খুব খারাপ। মেঘের আনাগোনার ফাঁকেফাঁকে অতিবেগুনী রশ্মি ইনডেক্সে ১৩ উঠে যাবে মানে ত্বক পুড়তে ১০ মিনিট সূর্যের আলো যথেষ্ট। তবে সূর্যের আলো এড়িয়ে থাকাও ভালো বুদ্ধি না। এর চেয়ে সানস্ক্রিন মেখে মনের সুখে রোদে ঘুরুন। ত্বকও রক্ষা পাবে আবার শরীরে ভিটামিন ডিও তৈরি হবে।

এত কিছুর পরে কিন্তু মেখে বৃষ্টির একটা বার্তাও আছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে বিকাল ৫টা নাগাত নামবে। তাহলে বোঝাই যাচ্ছে অফিস ফিরতিদের বেশ ভোগান্তি হবে।

এত কিছুর মধ্যেও সপ্তাহের প্রথমদিনটি আজ ভালো কাটুক, এই শুভকামনাই রইলো।

সারাবাংলা/এমএ/এমএইচ

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর