বৃষ্টি ভেজা মেঘলা দিন
৩ জুলাই ২০১৮ ১০:৪৩ | আপডেট: ৩ জুলাই ২০১৮ ১১:০৭
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
কাল রাতে নিশ্চুপেই খুব বৃষ্টি হয়ে গেলো, একটু জোরে, একটু আস্তে। ঠিক যেন কেউ থেকে থেকে কাঁদছে। অমন বৃষ্টির পরে সূর্যর মন না গলে উপায় আছে? তাই তো আজ তাপমাত্রা খানিকটা কম সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।
এত বৃষ্টি হলো তাও আকাশের আনাচে কানাচে কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে। আর কালো মেঘ মানেই হচ্ছে বৃষ্টি আবার নামবে। তো আবহাওয়ার পূর্বাভাস বলছে আবার বৃষ্টি নামবে বেলা তিনটা নাগাদ। তবে ভয়ের কথা হচ্ছে পূর্বাভাসে বজ্রবৃষ্টির কথাও বলা হয়েছে। যেটা বেলা ৫টায়ও হতে পারে। তাই যদি হয় অগিস ফিরতি লোকদের কষ্টের কোনো সীমা থাকবে না।
এদিকে বাতাসের আর্দ্রতা তো ৮০ শতাংশের উপরে আছে। মানে বুঝতে পারছেন, ঘামটা কিন্তু আজকের দিনে খুব ভোগাবে। এমন দিনে প্রচুর পানি খাওয়া তো লাগবেই। ঘাম মোছার ব্যবস্থা থাকাও চাই কারণ স্যাঁতস্যাঁতে শরীরেই অসুখ বাসা বাধে বেশি।
শুভ কাটুক দিনটি।
সারাবাংলা/এমএ