Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়ের দামামা বাজে


১ জুলাই ২০১৮ ১০:২২

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

দুদিন ধরে আকাশে শুধু মেঘই ঘোরাফেরা করছে। বৃষ্টি যে হবে তার কোনো খেয়ালই নাই। এদিকে ভরা বর্ষা মৌসুম চলছে। গরমে প্রাণটা যায় আর কি! সে যাই হোক। খবর হচ্ছে আজ কিন্তু বৃষ্টি আসবে। আসবে মানে একদম বজ্র ঝড় আর মেঘের কামান দাগিয়ে বিপুল সাজসজ্জা নিয়ে আসবে।

আকাশ ইতিমধ্যেই মেঘের আওতায় চলে গেছে। সূর্য একদম চূড়ায় পৌছানোর আগেই ঝড় নেমে যাবে বলে আসা করা যাচ্ছে। এই বৃষ্টির অপেক্ষায় শুরু হোক আমাদের দিন, আর বৃষ্টি ভাসিয়ে নিয়ে যাক গরমের কষ্ট।

ভালো কাটুক দিনটি।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর