Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরুষের সঙ্গে একই সুইমিংপুলে নামলে গর্ভবতী হতে পারে নারী!


২৮ এপ্রিল ২০২০ ১৫:৩১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ১৮:১৫

পুরুষের দ্বারা নির্গত ‘শক্তিশালী শুক্রাণু’র মাধ্যমে ওই সুইমিংপুলে সাঁতার কাটতে নামা নারীদের গর্ভবতী হওয়ার ব্যাপক সম্ভাবনা দাবি করেন ইন্দোনেশিয়ার শিশুবিষয়ক কমিশনের এক কর্মকর্তা। এই মন্তব্যের পর তীব্র সমালোচনার মুখে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।

সিত্তি হিকমাওয়াতি নামের ওই নারী কর্মকর্তা গত ফেব্রুয়ারিতে কিশোর গর্ভাবস্থা (টিনেজ প্রেগন্যান্সি) বিষয়ক এক সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন। এর আগে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। জাকার্তা ট্রিবিউনকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, কোন সুইমিংপুলে যদি কোন পুরুষ শুক্রাণু নির্গমণ করেন তবে কোনরকম যৌন সংসর্গ ছাড়াই সেই সুইমিংপুলে সাঁতার কাঁটা অবস্থায় নারীদের গর্ভবতী হয়ে পড়ার সম্ভাবনা থাকে।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, অনেক পুরুষই নারীদের সুইমিংপুলে দেখলে উত্তেজিত হয়ে পড়তে পারেন এবং তারা যৌন সংসর্গ ছাড়াই শুক্রাণু নির্গমণ করতে পারেন। তার মতে কিছু শুক্রাণু অত্যন্ত শক্তিশালী থাকে। এমন সময় কোন নারী যদি সেক্সুয়ালি অ্যাকটিভ বা যৌন সক্রিয় হয় তাহলে তিনি ওই শুক্রাণুর মাধ্যমে গর্ভবতী হয়ে পড়তে পারেন। তার মতে, আসলে কেউ নাকি ধারণাই করতে পারবে না সুইমিংপুলে নারীদের দেখলে একজন পুরুষ কীভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে।

ওই ঘটনার পর তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয় তাকে শাস্তি দেওয়া হবে কিনা সেটি নির্ধারণ করতে। এভাবে পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। রাষ্ট্রপতি জোকো উইডোডো স্বাক্ষরিত অব্যাহতি পত্রে তাকে ‘অসম্মানজনকভাবে বিদায়ে’র বিষয়টি উল্লেখ করা হয়।

হিকমাওয়াতি কোভিড-১৯ এর দোহাই দিয়ে নিজের চাকরিচ্যুতি ঠেকানোর চেষ্টা করেন। রাষ্ট্রপতির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের এখন একটি সাধারণ শত্রুর (কোভিড-১৯) বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এই মহামারিতে আমাকে শিশুদের সুরক্ষা করতে দিন।’

বিজ্ঞাপন

কিন্তু তার কোন আবেদনই কাজে লাগেনি। শিশু সুরক্ষা কমিশনের নতুন সভাপতি সুসান্ত বলেন, ‘আশা করছি, এই ঘটনা আমাদের অন্যান্য কর্মকর্তাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও বেশি সচেতন করবে।’

হিকমাওয়াতির এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন ইন্দোনেশিয়ার চিকিৎসকরা। জাতীয় ডক্টরস এ্যাসোসিয়েশন ‘নারীরা সুইমিংপুলে গেলে গর্ভধারণ করবেন না’ মর্মে বিবৃতি দিতে বাধ্য হন। ব্লগ ডক্টর নামে পরিচিত একজন চিকিৎসক তার ব্লগে লেখেন, ‘কেউ যদি স্বাস্থ্য সমস্যা না বোঝেন তাহলে সে বিষয়ে কথা না বলাই ভালো। শুধু শুধু সমাজে ভীতি ও আতঙ্ক ছড়ানোর প্রয়োজন নেই। আবারও বলছি, বিপরীত লিঙ্গের সঙ্গে একই সুইমিংপুলে সাঁতার কাটলে কোন নারী গর্ভবতী হবে না। তাছাড়াও পুরুষরাও এখানে শুক্রাণু নির্গত করেন না। যদি করেনও তবে সুইমিংপুলের পানিতে থাকা ক্লোরিনে শুক্রাণু টিকেই থাকবে না, সাঁতরে কোন নারীর যোনীতে পৌঁছানো তো দূরের কথা।’

হিকমাওয়াতির (যার নামের অর্থ ‘জ্ঞান’) বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় হাসাহাসি ও ব্যঙ্গবিদ্রূপ। মজার মজার ছবি প্রকাশ করেন অনেকেই। এক ছবিতে তাকে কমিশনের এক শীর্ষ কর্মকতার সঙ্গে করমর্দনরত অবস্থায় দেখা যায়। ছবিটি এডিট করে তাদের পানির নীচে দেখানো হয়েছে। এছাড়াও অনেকে মন্তব্য করছেন বন্যা হলে লোকজন নিজেদের দরকারি জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করবেন। আর হিকমাওয়াতি বলবে, ‘ছেলেমেয়েদের আলাদা কর যাতে কেউ গর্ভবতী হয়ে না পড়ে!’

ইন্দোনেশিয়া গর্ভধারণ হিকমাওয়াতি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর