মেয়েরাই বেশি বিষন্নতায় ভোগে!
১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৯:২১ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪৫
রোকেয়া সরণি ডেস্ক।।
মেয়েরাই ভুগছে বেশি বিষন্নতায়। অস্ট্রেলিয়ার নারী স্বাস্থ্য জরিপ ২০১৮ এর প্রতিবেদন এই কথা বলছে। জরিপ বলছে, শতকরা ৬৭ ভাগ অস্ট্রেলিয়ান মেয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন। আর শতকরা ৪৭ ভাগ মেয়ে এতটাই বিষন্নতায় ভুগছেন যে তাদেরকে চিকিৎসকের কাছে যেতে হয়েছে।
অস্ট্রেলিয়ার ১৫ হাজার নারীর মধ্যে এই জরিপটি করা হয়। অস্ট্রেলিয়ান মেয়েরা ধুমপান কম করে এবং নিয়মিত ব্যয়াম করে। তবুও তারা কেন বিষণ্ণতায় ভুগছে তা নিয়ে চিন্তিত গবেষকরা।
গবেষক ক্রিশ এনরাইট এই জরিপে অংশ নিয়েছিলেন। তিনি জানান, অস্ট্রেলিয়ার মেয়েরা পরিবারের অন্য সদস্যদের নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে নিজের খেয়াল রাখতে পারে না। তাই নিজের স্বাস্থ্যের দিকটি একদম শেষে ভাবেন।
তিনি আরও বলেন, জরিপের ফলাফল অনুযায়ী মাত্র ১০ ভাগ মেয়ে নিয়ম মেনে খাবার খায়। যা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।
সারাবাংলা/ টিসি/ এসএস