Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মক্ষেত্রে যৌন হয়রানি পিছিয়ে দিচ্ছে মেয়েদের- জাস্টিন ট্রুডো


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৮

রোকেয়া সরণি ডেস্ক।।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র যৌন হয়রানির কারনে মেয়েরা ব্যবসা ও রাজনীতির শীর্ষে স্থান করে নিতে পারছে না।  তিনি বলেন, যৌন হয়রানি মেয়েদের জীবনে নানা ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করছে।

মন্ত্রীপরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় গত রবিবার জাস্টিন টুরুডো এসব কথা বলেন। এই সভায় দেশটির বরেণ্য সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক ও শিল্পী উপস্থিত ছিলেন।

ট্রুডো বলেন, রাজনীতি এখন সারাবিশ্বে অনেক বড় একটি খেলা। যেখানে অনেক চ্যালেঞ্জ নিতে হয়। কিন্তু মেয়েরা যৌন হয়রানির কারনে এই চ্যালেঞ্জ নিতে পারছে না।

প্রধানমন্ত্রী টুরুডো বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে মেয়েরা রাজনীতিতে সহজে আসতে পারবে না। যৌন হয়রানির বিরুদ্ধে গড়ে ওঠা হ্যাশট্যাগ মি টু আন্দোলন মেয়েদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে। যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করেই মেয়েদের সামনে এগোতে হবে।

তিনি আরও বলেন, আমার ৪০ বছরের জীবন অভিজ্ঞতায় দেখেছি মেয়েরা এদেশের জিডিপিতে অনেক অবদান রেখেছে। মেয়েদের কাজের পরিবেশ ভাল হলে তারা সমাজকে আরও বেশি সমৃদ্ধ করতে পারতো।

 

সারাবাংলা/ টিসি/ এসএস

কানাডা জাস্টিন ট্রুডো নারী যৌন হয়রানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর