Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবলিক প্লেসে যৌন হয়রানির শিকার হন বৃটিশ নারীরা


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৭

রোকেয়া সরণি ডেস্ক।।

যুক্তরাজ্যের দুই-তৃতীয়াংশ মেয়ে প্রকাশ্যে (পাবলিক প্লেসে) যৌন নির্যাতনের শিকার হয়। সাধারণত ১৪ থেকে ২১ বছরের মেয়েরা রাস্তা, যানবাহন ও পার্কের মত জনবহুল জায়গায় যৌন নিপীড়নের শিকার হচ্ছে।
যুক্তরাজ্যে সাম্প্রতিক এক জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে।
প্ল্যান ইন্টারন্যাশনাল ইউকে সংস্থাটির জরিপে এক হাজার মেয়ে তাদের নিজের জীবনে ঘটে যাওয়া যৌন নিপীড়নের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এদের মধ্যে শতকরা ৬৬ ভাগ মেয়ে জনবহুল জায়গায় যৌন নির্যাতনের শিকার হয়েছে।
জরিপে যৌন নির্যাতনের শিকার হওয়া মেয়েদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এদের মধ্যে কেউ ইভটিজিংয়ের শিকার, জনসমাগমে কারও গায়ে হাত দেওয়া হয়েছে এবং কারও ক্ষেত্রে যৌন নিপীড়নের মাত্রা আরও বেশি।
সংস্থাটির কার্যনির্বাহী প্রধান তান্না ব্যারন জানান, মেয়েরা চায় স্বাধীনভাবে ঘুরে বেড়াতে। কিন্তু বর্তমান পরিস্থিতি মেয়েদের অনুকূলে নেই। পাবলিক প্লেসে নারী নির্যাতনের কথা আমরা আগেও জানতাম। কিন্তু এই জরিপটি আরও সুনির্দিষ্টভাবে বিষয়টিকে প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিসি/এসএস

পাবলিক প্লেস বৃটিশ নারী যৌন হয়রানি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর