সকাল রৌদ্রজ্জ্বল, দুপুরের পর বৃষ্টির আভাস
৩ আগস্ট ২০২০ ০৯:০২ | আপডেট: ৩ আগস্ট ২০২০ ১৪:২৯
ঢাকা: মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিনের কখ্নো মেঘ, কখনো বৃষ্টির ধারা সোমবারও (৩ আগস্ট) অব্যাহত থাকবে। তবে, সকালের আকাশ থাকবে মেঘমুক্ত। রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে দুপুর পর্যন্ত আবহাওয়া থাকবে রৌদ্রজ্জ্বল।
এ ব্যাপারে আবহাওয়া অধিদফতর থেকে আবহাওয়াবিদ রহুল কুদ্দুস সারাবাংলাকে জানিয়েছেন, দিনের অগ্রভাগে আকাশ অনেকটাই মেঘমুক্ত থাকবে। তবে দুয়েক জায়গায় অল্প সময়ের জন্য বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, আজ দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বার্তা নেই। খুলনার নদীবন্দর ছাড়া সবকটি বন্দরে এক নাম্বার সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।