Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচালনায় আসবেন সোনম কাপুর


২৫ জুন ২০১৮ ১৪:৫৬ | আপডেট: ২৫ জুন ২০১৮ ১৫:২২

সোনম কাপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

দেরিতে হলেও, বলিউডের অনেক নারী অভিনেত্রী এসেছেন প্রযোজনায়। যাদের মধ্যে আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, চিত্রাঙ্গদা সিং অন্যতম। কিন্তু অভিনেত্রীদের পরিচালনায় আসার খবর পাওয়া যায় না বললেই চলে। এবার তেমন একটি খবর দিলেন সোনম কাপুর। পরিচালনায় আসবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি পরিচালনায় আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন। আলাপে তিনি জানয়েছেন, তার কাছে বেশ কয়েকটি চিত্রনাট্য এসেছে এবং সবগুলোই তিনি পড়েছেন। চিত্রনাট্যের সবগুলোই প্রায় প্রস্তুত রয়েছে। আগামী দুই বছরের মধ্যে এর যে কোনোটি নিয়ে কাজ শুরু করবেন সোনম কাপুর আহুজা।

সবাই ধারণা করছেন ২০২০ সালেই ক্যামেরার পেছনে দাঁড়াবেন তিনি। আর এই অভিজ্ঞতা তার আছে আরও আগে থেকেই। অভিনয়ে আসার আগে ক্যামেরার পেছনের কাজেই হাত পাকিয়েছেন সোনম। ছিলেন বলিউডের নামকরা পরিচালক সঞ্জয় লীলা বানসালির সহকারী। বানসালী’র ‘ব্ল্যাক’ ছবিতে রণবীর কাপুর ও সোনম কাপুর কাজ করেছেন সহকারী পরিচালক হিসেবে।

তবে কি অভিনয় ছেড়ে দেবেন সোনম? এ কথা ভেবে দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নেই ভক্তদের। না, সোনম অভিনয় ছাড়ছেন না। তিনি বলেন, ‘অভিনয় ও পরিচালনা আমি একসঙ্গে করতে চাই। কিন্তু আমার পরিচালিত ছবিতে অভিনয় করার ইচ্ছা নেই। তবে একই সময়ে অন্য ছবিতে অভিনয়ের সুযোগ থাকলে সেই সুযোগ আমি নেব। এখন দেখার অপেক্ষা কি হয়।’

সোনম মনে করেন পরিচালনায় তিনি ভালো করবেন। তার সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বানসালি, আনন্দ এল রায়, আর বাল্কি অথবা রাম মাধবানিরাও প্রথম থেকেই সেনামকে সিনেমা পরিচালনায় উৎসাহি করে আসছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম

পরিচালক সোনম কাপুর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর