গ্ল্যামারকে হটিয়ে গল্পের জয় আইফা অ্যাওয়ার্ডে
২৫ জুন ২০১৮ ১২:৩৫ | আপডেট: ২৫ জুন ২০১৮ ১৮:১৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
রোববার (২৪ জুন) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বলিউডের সবেচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’ আইফা। ব্যাংককে বসেছিল এর ১৯ তম আসর। এবারের আয়োজনে উপস্থিত ছিলেন রেখা, করন জোহর, শ্রদ্ধা কাপুর, অর্জুন কাপুর, বরুন ধাওয়ান, কৃতি শ্যানন, রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানাসহ বলিউডের নামি-দামি তারকা ও কলাকুশলিরা।
বলিউড লাইফের দেয়া তথ্যমতে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রদেবীকে মরণোত্তর সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়া হয়। এই পুরস্কার তাকে দেয়া হয়েছে থ্রিলার ‘মম’ ছবিতে অভিনয়ের জন্য।
জি সিনে অ্যাওয়ার্ড এবং জাতীয় পুরস্কারের পর এটি শ্রীদেবীর তৃতীয় মরণত্তোর পুরস্কার অর্জন। প্রয়াত অভিনেত্রীর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন স্বামী বনি কাপুর। শ্রীদেবীকে স্মরণ করে তিনি বলেন, ‘আমি শ্রীদেবীকে আমার জীবনের প্রতি মূহুর্তে অনুভব করি। তাকে ঘিরে আমার মিশ্র আবেগ রয়েছে। আমি অনুভব করি সে আমার চারপাশে এখনও আছে।’
তিনি আরও বলেন, ‘আমি চাই আমার মেয়ে জাহ্নবীকে তার মায়ের মতো সমর্থন দিন সবাই। সে যেনো তার মায়ের সুনাম অক্ষুন্ন রাখতে পারে।’
এদিকে এবারের আইফা অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘তুমহারি সুলু’। ‘হিন্দি মিডিয়াম’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জেতেন সকেত চৌধুরী। একই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরফান খান। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রী নির্বাচিত হন যথাক্রমে ‘সিক্রেট সুপাস্টার’ ছবির জন্য মেহের ভিজ এবং ‘মম’ এর জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘নিউটন’ ছবির গল্প পেয়েছে সেরা গল্পের পুরস্কার। এই পুরস্কার হাতে উঠেছে অমিত ভি মাসুরকার।
সংগীত বিভাগে যৌথভাবে তিনজনকে দেয়া হয়েছে সেরা সংগীত পরিচালকের পুরস্কার। ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবির জন্য যথাক্রমে পুরস্কার পান আমান মালিক, তানশিখ বাগচি ও অখিল সাচদেভ। ‘সিক্রেট সুপারস্টার’ ছবির ‘মে কৌন হু’ গানের জন্য মেঘনা মিশরা এবং ‘জাব হ্যারি মিট সেজাল’ এর ‘হাওয়ায়ে’ গানের জন্য অরিজিৎ সিং সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন।
এছাড়া আরও বেশকিছু বিভাগে দেয়া হয়েছে আইফা অ্যাওয়ার্ড। এরমধ্যে ছিল সেরা কোরিগ্রাফার, চিত্রগ্রাহক, সম্পাদনা, গীতিকার। বিশিষ্ট অভিনেতা, প্রযোজক, পরিচালক অনুপম খেরকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়।
https://www.instagram.com/p/Bka4hAFByeC/?taken-by=realbollywoodhungama
এবারের আসরে ‘যাব প্যায়ার কিয়া তো ডারনা ক্যায়া’ গানের সঙ্গে আশির দশকের জনপ্রিয় অভিত্রেী রেখার নাচ প্রাণবন্ত করে তোলে আইফা অ্যাওয়ার্ডের আসর।
সারাবাংলা/আরএসও/পিএ