নানা মুদ্রায় বিম্বাবতী দেবী [ফটো স্টোরি]
২৪ জুন ২০১৮ ১৮:২৭ | আপডেট: ২৪ জুন ২০১৮ ১৮:৩২
মণিপুরী নৃত্যে অবদান রাখা গুরু বিপিন সিংহ এর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতি সম্মান জানাতে শিল্পকলা একাডেমীতে ২২ ও ২৩ জুন আয়োজন করা হয় বিশেষ নৃত্যানুষ্ঠানের। শিল্পকলা একাডেমীর সাথে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে মনিপুরী নৃত্য সংগঠন ধৃতি নর্তনালয়, ভাবনা, কল্পতরু ও ধ্রুমেল। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন কলকাতার বিখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী বিম্বাবতী দেবী। বিম্বাবতী দেবী পরিবেশিত চারটি নাচের কিছু ছবি সারাবাংলা’র পাঠকদের জন্য দেয়া হলো। ছবি তুলেছেন স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত
নাচ : ‘কৃষ্ণরূপ বর্ণন’ ও ‘অভিসারীকা’
নাচ : সাজাত তানুম
নাচ : মহাশক্তি
সারাবাংলা/পিএম