বাজলো বিয়ের সানাই
২৩ জুন ২০১৮ ১৮:৫৫ | আপডেট: ২৩ জুন ২০১৮ ১৮:৫৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
কিট হ্যারিংটন ও রোজ লেসলি। এই জুটির সবকিছুই রাজকীয়। এদের যাপিত জীবন যেমন সুন্দর, তেমনি পেশাদার জীবনেও এরা অভিনয় করেছেন স্বপ্নময় রাজকীয় দুটো চরিত্রে। বিশ্ববিখ্যাত টিভি সিরিজ ‘গেম অব থ্রোন্স’-এর জনপ্রিয় দুই চরিত্র জন স্নো ও ইগ্রিট বসছেন বিয়ের পিঁড়িতে। আর কিছুক্ষণ পড়েই বাজবে তাদের রাজকীয় বিয়ের সানাই।
কিট হ্যারিংটন ও রোজ লেসলি বিয়ে করছেন স্কটল্যান্ডের সমুদ্রতীরবর্তী শহর অ্যবারডিনশায়ারে। সেখানেই বিখ্যাত ওয়ার্ডহিল দুর্গে সাজানো হয়েছে তাদের বিয়ের আয়োজন। দুর্গটির মালিক রোজের পিতা সেবাস্তিয়ান লেসলি। বিয়ে নিয়ে সবচেয়ে উচ্ছ্বসিত শহরটির সাবেক এই কাউন্সিলর। কন্যার বিয়ে প্রসঙ্গে বিবিসিবে তিনি জানিয়েছেন, তাদের পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর দিনটি আজ।
কিট-রোজের জন্যও এই দিনটি সুন্দর। কারণ এ জুটির অনেক বছরের প্রেমের সম্পর্কটি সফল পরিণতি পাচ্ছে আজ। ২০১২ সালে প্রেম শুরু করেন তারা। ততোদিনে ‘গেম অব থ্রোন্স’-এর তিন মৌসুম দেখে ফেলেছে দর্শক, চলছিলো চতুর্থ মৌসুম নির্মাণের প্রস্তুতি। এ সময়েই পর্দার প্রেমকে বাস্তবে টেনে আনতে সম্মত হন জন স্নো চরিত্রে অভিনয় করা কিট এবং ইগ্রিট চরিত্র অভিনয় করা রোজ।
এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে দু’জনে বাগদান সারেন। এ বছরের শুরুতে করেন বিয়ের পরিকল্পনা। গত মাসে জানানো হয় তাদের বিয়ের তারিখ ও কুঞ্জের ঠিকানা।
সারাবাংলা/টিএস/পিএম