ঈদের আলোচিত নাটক
২২ জুন ২০১৮ ১৬:০৬ | আপডেট: ২২ জুন ২০১৮ ১৭:৫৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
প্রতিবছর ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো একাধিক নাটক এবং টেলিছবি প্রচার করে থাকে। সেসব নাটকের মধ্যে বেশিরভাগ নাটকই থাকে প্রেম, ভালোবাসা কেন্দ্রিক। তবে এর পাশাপাশি হতে গোনা কিছু নাটক প্রচারিত হয়ে থাকে যেগুলোর প্রেম-ভালোবাসা ছাড়িয়ে অন্য এক জীবনের গল্প বলে। এবার ঈদেও এমনকিছু বিষয়ভিত্তিক নাটক নির্মিত হয়েছে যেগুলো দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।
- কলুর বলদ
পরিচালনা: সাজ্জাদ সুমন
রচনা: মেজবাহ উদ্দিন সুমন
অভিনয়: রিয়াজ, তানিয়া আহমেদ, মামুনুর রশীদ, দিলারা জামান প্রমুখ
প্রবাসে চাকরি করা এক যুবকের কাহিনী নিয়ে নাটকের গল্প বিস্তৃত হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। প্রবাসীরা দেশে ফেরার পর পরিবারের চাহিদা আর বন্ধুদের আবদার মেটাতে গিয়ে নিজের সুখ শান্তির কথা ভুলে যায়। এমনকি নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে না বিদেশ চলে যাওয়ার কারণে। রিয়াজ এখানে হাজার হাজার প্রবাসিদের প্রতিনিধি হিসেবে অভিনয় করেছেন। অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি চরিত্রটি ঠিকঠাক তুলে ধরেছেন। তানিয়া আহমেদ, মামুনুর রশীদ, দিলারা জামানসহ অন্যরা নিজ নিজ চরিত্রে ভালো অভিনয় করেছেন। এটি প্রচারিত হয়ছে চ্যানেল আইতে।
- বাবার জুতা
পরিচালনা: তানিয়া আহমেদ
রচনা: মাসুম শাহরিয়ার
অভিনয়: শহিদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র, সাফা কবির প্রমুখ
সন্তানের জন্য একজন বাবা কতোটা ত্যাগ স্বীকার করে সেটাই দেখানো হয়েছে নাটকটিতে। স্বল্প বেতনে চাকরি করে শহিদুজ্জামান সেলিম, যা আয় করেন তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। এমনকি নিজের তিন বছরের পুরনো ছিঁড়ে যাওয়া জুতাটাও সেলাই করে পায়ে দেন তিনি। ছেলে শুভ্রর চাহিদা পূরণ করতে পারে না। শুভ্র প্রেমিকার সামনে নিজেরে বাবাকে না চেনার ভান করেন। অন্যদিকে মেয়ের চিকিৎসার জন্য টাকা কোথা থেকে জোগাড় হবে সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান বাবা। যদিও কাহিনী এখানেই শেষ নয়। নাটকের শেষ অংশটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।
মধ্যবিত্ত বাবা চরিত্রে শহিদুজ্জামান সেলিম বেশ মানিয়ে গেছেন। তার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। অ্যালেন শুভ্র এই ধরনের নাটকে ভালো অভিনয় করেন। তবে এটিতে কিছুটা অভিনয়ের ঘাটতি দেখা গেছে। এই নাটকে সাফা কবিরের অভিনয় করার মতো তেমন কিছু ছিলো না, তবুও তিনি ভালোই করেছেন। এই নাটকটিও দেখিয়েছে চ্যানেল আই।
- ফেরার পথ নেই
রচনা ও পরিচালনা: আশফাক নিপুন
অভিনয়: আফরান নিশো, মেহজাবিন চৌধুরি।
এসএ টিভিতে প্রচারিত নাটকটির প্রেক্ষাপট রাষ্ট্রীয় সন্ত্রাস। আমরা এখন যে সমাজে বসবাস করছি সেই সমাজে প্রতিনিয়ত এক অস্থিরতার মধ্য দিয়ে জীবন যাপন করতে হয়। অজানা আতঙ্কের ভেতর থাকতে হয়। মনের ভেতর কেবল গুম, খুন হওয়ার ভয়। এমনই এক অস্থির সময়ের গল্প তুলে ধরা হয়েছে নাটকটিতে। এই ধরনের একটি নাটক নির্মাণ সত্যিই সাহসের ব্যাপার। নির্মাতা যে সাহস দেখিয়েছেন তাতে তার প্রশংসা না করলে অন্যায় হয়ে যাবে। আফরান নিশো, মেহজাবিন সাধারণত যে ধরনের অভিনয় করতে অভ্যস্ত, তার বাইরে এসে এমন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় তাদের অভিনয় দক্ষতাকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে।
- কবির হোসেন একজন কাপুরুষ
পরিচালনা: রাগিব শাহরিয়ার
রচনা: রাগিব শাহরিয়ার, নাসের সায়েম ও মাহমুদ শাহরিয়ার
অভিনয়: রিয়াজ, কাজী নওশাবা, একে আজাদ প্রমুখ।
একজন ভীতু মানুষের সাহসি হয়ে ওঠার গল্প নিয়ে এই টেলিছবির কাহিনী এগিয়েছে। নাটকটির গল্প মোট পাঁচটি ভাগে ভাগ করে সম্পূর্ণ ব্যতিক্রমভাবে তুলে ধরা হয়েছে। গল্পে রিয়াজ একজন ভীতু মানুষ হলেও কিছু ঘটনা তাকে সাহসি করে তোলে। তিনি হয়ে যান ভয়হীন একজন মানুষ।
দিবা নামে এক মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়। দিবার ভাই ও তার সাংবাদিক বন্ধু মিলে খুনীদের ধরার চেষ্টা করে। মামলা, মানব বন্ধন, ফেসবুক ইভেন্ট খুলে। জনমত তৈরি করে। তবে সিসিটিভি ফুটেজ দেখে খুনী সনাক্ত করতে গেলে সেখানে রিয়াজের উপস্থিতিতি জানা যায়। কাহিনী মোড় নেয় অন্যদিকে। এভাবে গল্প এক অধ্যায় থেকে অন্য অধ্যায়ে প্রবেশ করে।
টেলিছবিটি দেখার সময় কখনও কাহিনী খাপছাড়া মনে হলেও মনোযোগ দিয়ে দেখলে বুঝতে সহজ হবে। কিছুটা মাথা খাটাতে হবে। পুরো গতানুগতিক ধারার বাইরের গল্প এটি। গল্পটি বুঝে উঠতে দেখতে হবে শেষ অবধি। বাস্তবের সঙ্গে বেশ মিল থাকা এই গল্পের উপস্থাপনও সুন্দর।
দেখা থেকে লেখা: রেজওয়ান সিদ্দিকী অর্ণ
সারাবাংলা/আরএসও/টিএস