Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াঙ্কার সঙ্গে ভারতে এসেছেন নিক জোনাস


২২ জুন ২০১৮ ১৩:১১ | আপডেট: ২২ জুন ২০১৮ ১৪:০০

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি: সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

প্রেমের টানে দেশ ছাড়ার অসংখ্য উদাহরণ রয়েছে। ইতিহাসে আছে প্রেমিকার জন্য সিংহাসন ত্যাগ করেছিলেন ব্রিটেনের এক রাজা। প্রেমিক হিসেবে পশ্চিমা গায়ক ও নায়ক নিক জোনাস তাহলে কম যাবেন কেন? প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম করছেন, সেই প্রেমের কথা স্বীকারও করেছেন সবার সামনে। এবার উড়ে আসলেন প্রেমিকার দেশের বাড়ি!

প্রিয়াঙ্কার সঙ্গে ভারতে এসেছেন নিক জোনাস। অফিশিয়ালি এ কথা স্বীকার না করলেও ভারতীয় গণমাধ্যম এই জুটির বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে শুক্রবার। যেখানে দিল্লীর রাস্তায় একটি গাড়িতে দেখা গেছে দুজনকে। পরে পাপারাজ্জিদের উপস্থিতি টের পেয়ে কালো কাপড়ে মুখ ঢাকেন নিক-প্রিয়াঙ্কা।

কয়েকটি ভারতীয় পত্রিকা জানাচ্ছে, ‘কর্পোরেট যোগি’ নামের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসেছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই ‘কোয়ান্টিকো’ তারকার সঙ্গী হয়েছিলেন নিক জোনাস। পরে সতীর্থ হৃত্বিক রোশন ও বন্ধু অর্পিতা খানের সঙ্গে ‘প্রেমিক’ নিককে পরিচয় করিয়ে দেন প্রিয়াঙ্কা।

প্রেম নিয়ে নিক যতোটা খোলাখুলি, প্রিয়াঙ্কা ততোটাই চুপ। তবে নিকের পারিবারিক অনুষ্ঠানগুলোতে নিয়মিত হাজিরা দিয়ে প্রেমের ব্যাপারটা ভালোভাবেই জানান দিয়ে যাচ্ছেন বলিউডের এই তারকা। সবশেষ এবার দশ বছরের ছোট এই প্রেমিককে নিয়ে আসলেন ‘দেশের বাড়ি’ ভারতে। সে খবরও প্রকাশিত হলো গণমাধ্যমে। এবার নিশ্চয় আর নিককে আড়াল করতে চাইবেন না প্রিয়াঙ্কা!

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর