বাতিকগ্রস্থ রিহানা!
২১ জুন ২০১৮ ২০:৪৩ | আপডেট: ২১ জুন ২০১৮ ২০:৪৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
এমনিতে চুরির বাতিক রয়েছে রিহানার। যেকোন পার্টিতে গেলে নিজের মনে করে পানপাত্র নিয়ে আসেন এই আমেরিকান পপ গায়িকা। তবে ঠিক চুরি করার উদ্দেশ্যে এটি করেন না তিনি, এক ধরনের বিশেষ মানসিক রোগের কারণে এমনটা করেন এই তারকা। সেদিন তো ধরাই পড়ে গেলেন, হলেন সরাসরি অভিযুক্ত।
চুরির দায়ে অভিযুক্ত হওয়ার পর বেশ বিব্রত হয়েছেন রিহানা। বিশেষ করে, ‘দ্য গ্রাহাম নর্টন শো’-এর সঞ্চালক সকলের সামনে এই প্রসঙ্গ তুলে বিশ্ববিখ্যাত এই গায়িকাকে রীতিমতো অপ্রস্তুত করে দিয়েছেন। সেই শো-এর তিন দিন পর গতকাল এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ভক্তদেরকে জানিয়েছেন, নিজের মানসিক অসুস্থতার কথা। পরে মার্কিন মিডিয়ার কাছেও এ সম্পর্কে বলেছেন রিহানা।
‘দ্য গ্রাহাম নর্টন শো’তে রিহানার গ্লাস চুরির ছবিও দেখানো হয়। এ সময় চরম অপ্রস্তুত রিহানার মুখের হাসিও ক্রমশ মিলিয়ে যায়। কোন মতে নিজেকে সামলে নিয়ে এ ঘটনাগুলোর ব্যাখ্যা দেন তিনি। জানান, একবার চুরি করা গ্লাস তিনি ফেরতও দিয়েছিলেন।
গ্রাহাম নর্টনের মতে রিহানা অপরাধী হলেও মনোবিজ্ঞানীরা বলছে এর সঙ্গে অপরাধ প্রবণতার কোন সূত্র নেই। তাদের মতে, এটা এক ধরনের বাতিক। পরবর্তী একসময় যা মানসিক অসুখের পর্যায়ে পৌঁছে যায়।
সারাবাংলা/টিএস