Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থ দিনের টিভি আয়োজন


১৯ জুন ২০১৮ ১৪:৪৪

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঈদ পরবর্তী তৃতীয় দিন চলছে। ইতিমধ্যে ছুটিও শেষ হয়েছে অনেকের। কিন্তু টিভি পর্দায় ঈদ আয়োজন কমেনি এতটুকু। দর্শকদের আনন্দে মাতিয়ে রাখার মতো নানান অনুষ্ঠান থাকছে অনুষ্ঠান প্রধান টিভি চ্যানেলগুলোতে।

এবার ঈদুল ফিতরে ছোট পর্দায় প্রচার হওয়া সিনেমাগুলোর মধ্যে শাকিব খানের সিনেমা ছিল সবচেয়ে বেশি। ঈদের দিন থেকে ষষ্ঠ দিন প্রতিদিন প্রায় তিনটি করে সিনেমা প্রচার হচ্ছে এই নায়কের।

ঈদের চতুর্থ দিন (১৯ জুন) প্রচার হবে শাকিব খান-অপু বিশ্বাস অভিনীত আলোচিত সিনেমা সম্রাট। চ্যানেল নাইনে রাত ১১টায় প্রচার হবে এই সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

চিত্রনায়ক ফেরদৌস শুধু অভিনয়ই করেন না, তিনি প্রযোজকও বটে। তবে এবার ঈদের একটি নাটকের জন্য গল্প লিখেছেন তিনি। ‘কুইন’ নামের সেই নাটকটি পরিচালনা করেছেন আবির খান। মঙ্গলবার (১৯ জুন) রাত ১১টা ৫৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি। এতে অভিনয় করেছেন পূর্ণিমা ও সজল।

এনটিভিতে ঈদের চতুর্থ দিনে প্রচার হবে আশফাক নিপুন পরিচালিত খণ্ড নাটক ‘চলছে চলবে’। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইরফান সাজ্জাদ, সুমন পাটোয়ারীসহ অনেকে। রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

গান ও সংগীত ভক্তরা মঙ্গলবার রাত ১১টায় চোখ রাখতে পারেন দেশ টিভিতে। এই চ্যানেলে মিউজিক্যাল লাইভ অনুষ্ঠানে থাকবেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ ও সুকন্যা। দর্শকরা সরাসরি ফোনে কথা বলতে পারবেন শিল্পীর সঙ্গে এমনকি তাকে গানের জন্য অনুরোধও করতে পারবেন।

জাহিদ হাসান, শখ, মিলন ভট্ট, কচি খন্দকার, জামিল অভিনীত ধারাবাহিক নাটক ‘মিস আমলাপাড়া’। বৈশাখী টেলিভিশনে ঈদের সাত দিন রাত ১০ টা ৩০ মিনিটে প্রচার হবে হাসির এই নাটক। জাকির হোসেন উজ্জলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্ট।

বিজ্ঞাপন

ঈদের সাত দিন বিশেষ রোমান্টিক ফেস্ট চলছে জিটিভিতে (গাজী টেলিভিশন)। ঈদের চতুর্থ দিন ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘কিছু দুঃখ সবারই আছে’। পরিচালনা করেছেন শিহাব শাহিন। এতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানভীর।

সারাবাংলা/পিএ/পিএম

ঈদ আয়োজন চতুর্থ দিন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর