ঈদে শাকিব খানের সিনেমার গড়পড়তা ব্যবসা
১৭ জুন ২০১৮ ১৯:৪৮ | আপডেট: ১৭ জুন ২০১৮ ২০:১০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে তিনটিই শাকিব খান অভিনীত। যার মধ্যে ‘সুপার হিরো’ ও ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবি দুটির নায়িকা বুবলি এবং ‘পাংকু জামাই’ সিনেমায় আছেন অপু বিশ্বাস।
শাকিব-অপু জুটির সিনেমাটি মুক্তি পেলেও দর্শকদের আলোচনায় শাকিব-বুবলি। তাই দর্শকদের মধ্যে ‘সুপার হিরো’ ও ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমা নিয়েই আলোচনা বেশি।
এই ছবি দুটির মধ্যে এবার ঈদে একশরও বেশি হলে মুক্তি পেয়েছে ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি। আর আশিটি হলে মুক্তি পেয়েছে ‘সুপার হিরো’।
রাজধানীর জনপ্রিয় ও পুরনো সিনেমা হল মধুমিতায় চলছে ‘সুপার হিরো’। হলের কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘শাকিব খানের সিনেমা হিসেবে সুপার হিরো ভালোই যাচ্ছে। ঈদের প্রথম দিন প্রদর্শিত হয়েছে চারটি শো। যার মধ্যে দুটি শো ছিল হাউজফুল। রোববার (১৭ জুন) ডিসি ফুল যাচ্ছে। আর শনিবারের চেয়ে রোববারে নারী দর্শক সংখ্যা বাড়ছে।’
সিনেমা হলের কর্মকর্তা সিনেমার প্রশংসা করলেও ভিন্ন সুর ছিল দর্শকদের মুখে। রাজধানীর মুগ্দা এলাকা থেকে সুপার হিরো সিনেমাটি দেখতে এসেছেন শফিক। শাকিব খানের ভক্ত তিনি, দেখেছেন পছন্দের নায়ক অভিনীত ঈদে মুক্তি পাওয়া সব সিনেমাই। এই দর্শকের মতে শাকিব খানের ঈদের ছবি হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি।
আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ সিনেমার সঙ্গে ভালোই পাল্লা দিচ্ছে সিনেমা ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। মধুমিতা সিনেমা হল থেকে টিকাটুলির দিকে যেতেই পাওয়া যায় অভিসার সিনেমা হল। সেখানে প্রদর্শিত হচ্ছে ছবিটি। ঈদের দিন পাঁচটি শো হয়েছে এই প্রেক্ষাগৃহে। ঈদের পর থেকে আবার চারটি করে শো চলছে।
সিনেমা হলের কর্মচারি আবুল কাশেম বলেন, ‘ঈদের দিনের পাঁচ শো-এর মধ্যে তিনটি শো-ই ছিল হাউজফুল। রোববার (১৭ জুন) সন্ধ্যা ৬টার শো হাউজফুল যাচ্ছে। শাকিব খানের সিনেমা যেমন ব্যবসা করে, তেমন ব্যবসাই করছে। তবে ঈদে বাজার হিসেবে কিছুটা কম।’
হাস্যরসাত্বক সিনেমাটি দেখে দর্শকরা মজাই পেয়েছেন। অভিসার হলে আসা কয়েকজন দর্শকটা জানিয়েছেন তেমনটাই।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/এএসজি/পিএ