জিটিভিতে বিরতিহীন ঈদ আয়োজন
১৭ জুন ২০১৮ ১৮:১৫ | আপডেট: ১৭ জুন ২০১৮ ১৮:১৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ছোট পর্দায় ঈদ আয়োজনে মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন নিয়মিত অভিযোগ হয়ে উঠেছিল দর্শকদের। তাদের সেই যন্ত্রণার কথা মাথায় রেখে জিটিভি (গাজী টেলিভিশন) গত কয়েক বছর ধরেই প্রচার করছে বিরতিহীন ঈদ আয়োজন।
ঈদুল ফিতরে বিরতির যন্ত্রণা ছাড়াই দর্শকরা দেখতে পাবেন ঈদের নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকসহ ম্যাগাজিন অনুষ্ঠান।
ঈদের দ্বিতীয় দিন ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘কেউ যেন না জানে’। গোলাম সোহরাব দোদুলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জোভান, মৌসুমী হামিদ, উর্মিলা শ্রাবন্তী কর।
রোববার (১৭ জুন) রাত ৯টায় ঈদের বিশেষ সেলিব্রেটি ফেস্ট দেখতে পাবেন দর্শকরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ঈদে মুক্তি প্রাপ্ত ‘পোড়ামন ২’ সিনেমার অভিনয় শিল্পী সিয়াম, পূজা ও প্রযোজক আব্দুল আজিজ।
‘স্বপ্নবাড়ী’ শিরোনামের ঈদের বিশেষ রোমান্টিক ফেস্ট প্রচার হবে ৯টা ৩০মিনিটে জিটিভিতে। সুমন আনোয়ারের পরিচালনায় হাসান ইমাম, ফজলুর রহমান বাবু, মৌসুমী হামিদ অভিনীত নাটকটি প্রচার হবে ঈদের দ্বিতীয়দিন।
গান পাগলরা রোববার ১১টায় দেখতে পাবেন জি মিউজিক ফেস্ট। আর ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘অভিমানী গল্প’।
ঈদের তৃতীয় দিন সোমবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় প্রচার হবে ঈদের বিশেষ আঞ্চলিক নাটক। কচি খন্দকারের রচনা ও পরিচালনা এ নাটকের নাম ‘ওরে বাবা মানসম্মান’। এতে অভিনয় করেছেন মোশারফ করিম ও হিমি।
সোমবার রাত ৮ টায় ঈদের বিশেষ নাটক ‘পরশ পাথর’-এ দর্শকরা দেখতে পাবেন সুবর্ণা মুস্তাফা, জিতু আহসান, দীপা খন্দকারের অভিনয়। নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
ঈদের তৃতীয় দিনেও থাকছে বিশেষ রোমান্টিক ফেস্ট। রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে ‘রুমকী খুজছি তোমায়’। অনিমেষ আইচের পরিচচালনায় এতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, জয়ন্ত চট্টপাধ্যায়, ভাবনা, ডা: এজাজ।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘হ্যালো ৯৯১ লাভ ইমাজেন্সি’ প্রচার হবে ১১টা ৫০ মিনিটে। পূর্ণিমা, ইরফান সাজ্জাদ অভিনীত টেলিফিল্মটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন।
সারাবাংলা/পিএ