টিভিতে ঈদের দ্বিতীয় দিনের আয়োজন
১৬ জুন ২০১৮ ১৯:৩৬ | আপডেট: ১৬ জুন ২০১৮ ১৯:৪০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ঈদের দ্বিতীয় দিন রোববারেও (১৭ জুন) দিনব্যাপী নানা আয়োজনে ব্যস্ত থাকবে ছোট পর্দা। নাটক, গান, সিনেমা এবং ভিন্নধর্মী আয়োজনে দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা থাকবে সবগুলো অনুষ্ঠান প্রধান চ্যানেলগুলোর।
রোববার টিভিতে প্রচারের মাধ্যমে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার। দীপঙ্কর দীপনের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মায়িহা মাহি, এ বি এম শুভ, নওশাবাসহ অনেকে। ঈদের দ্বিতীয় দিন এটিএন বাংলায় বেলা ৩টা ১০ মিনিটে প্রচার হবে ছবিটি। ২০১৭ সালের অক্টোবরে মুক্তি পাওয়া ছবিটি ব্যপক জনপ্রিয়তা লাভ করে।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঈদের দ্বিতীয় দিন বৈশাখী চ্যানেলে প্রচার হবে সাত দিনের ধারাবাহিক ‘ঘরজামাই’। মারুফ মিঠুর পরিচালনায় এতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, নীলাঞ্জনা নীলা।
যারা সিনেমার গান ভালোবাসেন তাদের জন্য চ্যানেল নাইন আয়োজন করেছেন ‘সিনে বিট’। ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে এই অনুষ্ঠান। একই চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গোল্লাছুট’। শুভ্র খানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন নিলয় ও সাবিলা নূর।
দর্শকরা ‘গোলাপজান ছাত্রী নিবাস’ দেখতে পাবেন দীপ্ত টিভিতে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ঈদের দ্বিতীয় দিন। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সুবর্ণা মোস্তফা।
মিউজিক্যাল লাইভে ন্যান্সিকে পাবেন দর্শক-শ্রোতারা দেশ টিভিতে। ঈদের দ্বিতীয় দিনে রাত ১১টায় প্রচার হবে এই অনুষ্ঠান। এছাড়াও মম ও মিলন অভিনীত নাটক ‘বিয়ের শাড়ী’ প্রচার হবে একই চ্যানেলে সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ থেকে অনুপ্রাণিত হয়ে জাকারিয়া সৌখিন রচনা ও পরিচালনা করেছেন টেলিফিল্ম জলসাঘর। বাংলাভিশনে ঈদের ২য় দিন বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি। এতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবীন, জাকিয়া বারী মম।
জিটিভিতে (গাজী টেলিভিশন) ঈদের দ্বিতীয় দিন ৯টা ৩০মিনিটে প্রচার হবে রোমান্টিক ফেস্ট ‘স্বপ্নবাড়ী’। সুমন আনোয়ারের পরিচালনায় এতে অভিনয় করেছেন হাসান ইমাম, ফজলুর রহমান বাবু, মৌসুমী হামিদ।
ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান নাটকে ও গানে। ফারাহ শারমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে থাকবেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আগুন, কনা, ইবরার টিপু ও এলিটা।
সারাবাংলা/পিএ/টিএস