Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রচারিত হলো তাজিন আহমেদের শেষ টেলিফিল্ম


১৬ জুন ২০১৮ ১৬:২২

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

তাজিন আহমেদ মারা গেছেন এক মাস হতে চললো। ঈদের দিন প্রচারিত হলো প্রয়াত এই অভিনেত্রী অভিনীত শেষ টেলিফিল্ম। তাজিন অভিনীত ‘তোমাকেই খুঁজছি’ শিরোনামের একটি টেলিছবি প্রচারিত হয়েছে বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে। টেলিফিল্মটি পরিচালনা করেছেন মোহন খান।

নির্মাতা মোহন খান সারাবাংলাকে বলেন, ‘তোমাকে খুঁজছি’ টেলিছবিতেই তাজিন আহমেদ সবশেষ অভিনয় করেছিলেন। মে মাসের তের এবং চৌদ্দ তারিখে কক্সবাজারে হয়েছে এর দৃশ্যধারণ। এর সাতদিন পর মে মাসের ২২ তারিখে তিনি মারা যান।

সারাবাংলাকে মোহন খান আরও বলেন, ‘আজকে তাজিনকে আমি খুব মিস করছি। টেলিছবিটি যখন দেখছিলাম তখন বারবার ওর কথা মনে পড়ছিলো। এটি তাজিনের শেষ অভিনয়।’

তোমাকেই খুঁজছি টেলিছবিতে তাজিন অভিনয় করেছেন অভিনেতা সজলের বড়বোনের চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন অহনা ও লীনা আহমেদ।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর