Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বাইরে মিনারের ‘একা রাত’


১৬ জুন ২০১৮ ১৫:১২ | আপডেট: ১৬ জুন ২০১৮ ১৫:২৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বাংলাদেশে দারুণ জনপ্রিয় মিনার রহমান। চমৎকার গায়কী এবং অর্থপূর্ণ কথার কল্যাণে তার গান পায় সব মহলের প্রশংসা। এবার তিনি গাইলেন দেশের বাইরে, পশ্চিম বাংলার সিনেমায়। আর প্রথম গান দিয়েই জয় করে নিলেন কলকাতার চলচ্চিত্র অনুরাগী দর্শক ও সমালোচকদের হৃদয়।

মিনার গেয়েছেন ‘ফিদা’ শিরোনামের একটি সিনেমায়। ছবিটি পরিচালনা করেছেন প্রতিকৃত বসু। ইয়াশ দাশগুপ্ত ও সানজানার অভিনয় করা গানটির নাম ‘একা দিন ফাঁকা রাত’। এই গানের কথা লিখেছেন প্রসেন, সংগীত পরিচালনা করেছেন অরিন্দম চ্যাটার্জি। ‘ফিদা’ ছবিটি নির্মাণে অর্থায়ন করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

গানটি প্রসঙ্গে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিনার। সারাবাংলাকে তিনি বলেছেন, ‘কয়েকদিন আগেই গানটি করেছি। কণ্ঠ দিয়েছি বাংলাদেশে। আমি সাধারণত যেমন গান করি এটি তারচেয়ে অনেকটাই ভিন্ন। রক ধাঁচের গানটি সুরকারের চেষ্টা ছিলো অনেক। গানটি গেয়ে আমি বেশ খুশি। সবার কাছ থেকে প্রশংসাও পাচ্ছি।’

জনপ্রিয় গান ‘আহা রে’ শোনার পরই মূলত মিনারের ভক্ত হয়ে যান অরিন্দম। তাই ‘একা দিন’ ‘একা রাত’ গানটি শুধুমাত্র মিনারকে ভেবেই সুর করেন এবং গানটির জন্য মিনারকে কলকাতায় অাসার অনুরোধ করেন।

উল্লেখ্য, রোমান্টিক কমেডি সিনেমা ‘ফিদা’ মুক্তি পাবে কিছুদিনের মধ্যেই।

ছবি: অাশীষ সেনগুপ্ত

সারাবাংলা/টিএস/পিএ

কলকাতা মিনার রহমান

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর