জটিলেশ্বর মুখোপাধ্যায় আর নেই
২১ ডিসেম্বর ২০১৭ ১৭:১৩
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
আধুনিক বাংলা গানের সব্যসাচী জটিলেশ^র মুখোপাধ্যায় আর নেই। তিনি ছিলেন একই সঙ্গে গীতিকার, সুরকার আর সঙ্গীতশিল্পী। বৃহস্পতিবার ৮০ বছর বয়সে কলকাতার একটি হাসপাতালে মারা যান বাংলা গানের এই খ্যাতিমান পুরুষ। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়।
জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গাওয়া বেশিরভাগ গানই কালজীয় হয়েছে। এরমধ্যে ‘বধূয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে’ গানটি আকাশচুম্বি জনপ্রিয়তা পায়। এছাড়াও তার উল্লেখযোগ্য গান হচ্ছে ‘তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না’, ‘কেউ বলে ফাল্গুন কেউ বলে পলাশের মাস’।
জটিলেশ্বর মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের চুঁচুঁড়ায়। ১৯৫৫ সালে আকাশবাণীতে তার প্রথম গান প্রচারিত হয়।
সারাবাংলা/পিএম