Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চান রাতে মমতাজের গানের আসর


১৫ জুন ২০১৮ ১৩:০৯ | আপডেট: ১৫ জুন ২০১৮ ১৪:২৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

রাত পোহালেই ঈদ। ঈদের দিনের ঠিক আগের রাতকে সবাই বলে চান রাত। মূলত এই রাত থেকেই শুরু হয়ে যায় ঈদের আনন্দ। এই আনন্দকে আরও বাড়িয়ে দেয় বিভিন্ন আয়োজন।

তেমনি একটি আয়োজন মমতাজের গান। চান রাতেই শ্রোতাদেরকে গানে গানে ঈদের আনন্দ দেবেন তিনি। তবে এই আয়োজন টিভিতে উপভোগ করতে হবে দর্শক-শ্রোতাদের।

গত ৭ বছর ধরেই ঈদের আগের রাতে এই অনুষ্ঠান করে আসছেন মমতাজ।  টিভি লাইভে গান শোনানোর ধারাবাহিকতায় এবারও তিনি গান পরিবেশন বাংলাভিশনের পর্দায়। ‘ফিরবো না আর ঘরে’ নামের অনুষ্ঠানে সরাসরি গান শোনাবেন তিনি। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে শুক্রবার (১৫ জুন) রাত ৮টা ১৫ মিনিটে।

অনুষ্ঠানে মমতাজ পরিবেশন করবেন তাঁর জনপ্রিয় গানগুলো। এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে মমতাজ-এর সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যৎ পরিকল্পনা।

সারাবাংলা/পিএ

টিভি লাইভ মমতাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর